Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

জেলায় ৫৭৪টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে

স্টাফ রিপোর্টার ॥ আসন্ন শারদীয় দুর্গা পূজা উপলক্ষে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ হবিগঞ্জ জেলা শাখার আয়োজনে কার্যকরী কমিটির এক সভা স্থানীয় মহাপ্রভু আখড়া প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। সভার শুরুতে সমগ্র জাতির মঙ্গল কামনায় প্রার্থনা অনুষ্ঠিত হয়। পরবর্তীতে জেলার দুর্গাপূজার সার্বিক নিরাপত্তাসহ প্রাসঙ্গিক বিভিন্ন বিষয়ে সাধারণ আলোচনা অনুষ্ঠিত হয়। সাধারণ সম্পাদক অনুপ কুমার দেব এর পরিচালনায় উক্ত সভায় সভাপতিত্ব করেন, এডভোকেট পুন্যব্রত চৌধুরী বিভু। সভায় বক্তব্য রাখেন এডঃ অহীন্দ্র দত্ত চৌধুরী, হীরেন্দ্র দত্ত, বাবু অজিত কুমার পাল, বাবু নলিনী কান্ত রায় নিরু, বাবু শংকর পাল, ডাঃ অসিত রঞ্জন দাস, এডঃ সুধাংশু সূত্রধর, মঙ্গল রায়, বাবু স্বপন লাল বণিক, পিযুষ চক্রবর্তী, এডঃ নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু, বাবু শংখ শুভ্র রায়, প্রমথ সরকার, অধ্যক্ষ পার্থ প্রতিম দাশ, সুধাংশু সূত্রধর, বিশ্বজিৎ বণিক, সুজিত বণিক, রন্টু পুরকায়স্থ, দিপুল রায়, কাউন্সিলর গৌতম রায়, এডঃ তুষার মোদক, বনবিহারী রায়, প্রনয় পাল, বাবু নিরঞ্জন সাহা নিরু, অভিজিৎ ভট্টাচার্য্য, সুখেন্দু রায় বাবুল, রতীশ দেব, সুনীল দাশ, কৃষ্ণ দেব, অমিত ভট্টাচার্য্য, অধ্যাপক জীবন চন্দ্র চন্দ, মৃদুল রায়, প্রমোদ মালাকার। সভায় বক্তাগণ আগামী শারদীয় দুর্গোৎসব আড়ম্ভর ও নির্বিঘেœ পালনের জন্য সংশ্লিষ্ট জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডসহ সকলের সহযোগিতা কামনা করা হয়। এখানে উল্লেখ্য যে, এই পর্যন্ত জেলা ও বিভিন্ন উপজেলা থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী সমগ্র জেলায় ৫৭৪টি পূজা মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।