Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মাধবপুরে স্টার পুরসোলেইন লিঃ এর বিরুদ্ধে মালিকানা জমি আত্মসাতের অভিযোগ

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার হরিতলায় স্টার পুরসোলেইন লিমিটেডের বিরুদ্ধে মালিকানা জমি আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। কোম্পানীর ভেতরে দুই ব্যক্তির পৈত্রিক ১৮ শতক ভূমি থাকাস্বত্তেও তা আত্মসাতের অপচেষ্ঠায় ওই জমির চারপাশে বাউন্ডারী নির্মাণ করা হয়েছে। এ নিয়ে কোম্পানী বনাম জমির মালিকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা করছেন হরিতলা গ্রামবাসী। অভিযোগে জানা যায়, সম্প্রতি ঢাকা-সিলেট মহাসড়কের হরিতলা নামকস্থানে স্টার পুরসোলেইন লিমিটেড নামে একটি মালিকানাধীন প্রতিষ্ঠান তাদের কারখানা গড়ে তুলে। ওই প্রতিষ্ঠানের ভেতরে হরিতলা মৌজার জে এল নং-১১ ও দাগ নং ৪৭৪৯, খতিয়ান নং-২০৪৬ ও ২০৪৭ নম্বরের ৯শতক করে ১৮ শতক ভূমি রয়েছে। যার বর্তমান মালিক হরিতলা গ্রামের আনু মিয়ার পুত্র নুর মিয়া ও কদর আলীর পুত্র আব্দুল করিম। উক্ত জমি নুর মিয়া ও করিম দীর্ঘদিন ধরে ভোগ দখল করে আসছে এবং সেখানে বিভিন্ন রকমের শতাধিক চারা রোপন করেছে। এর মধ্যে কলাগাছ, মেহগনি, সেগুন, বেলজিয়ামসহ বিভিন্ন চারা রয়েছে। স্টার পুরসোলেইন লিমিটেড ওই স্থানে জমি কিনে তাদের কারখানা স্থাপন করে এবং চারপাশে বাউন্ডারী দিয়ে তাদের সীমানার ভেতরে নিয়ে যায়। এ নিয়ে একাধিকবার গ্রামবাসী কোম্পানীর লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে এবং মামলা মোকদ্দমা চলছে। গ্রামবাসী আরো অভিযোগ করেন, তারা ওই জায়গার জন্য জীবন দিতেও প্রস্তুত রয়েছে। অন্যায়ভাবে তাদের জায়গা কোম্পানী দখলের চেষ্টা করে তাহলে তারা জীবন দিয়ে হলেও প্রতিহত করবে।