Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

শহরে উশৃংঙ্কল আচরণের অভিযোগে ১ ডাক্তারকে পুলিশে দিয়েছে মালিক

কাজী মিজানুর রহমান ॥ হবিগঞ্জ শহরের পুরাতন হাসপাতাল সড়কে অবস্থিত গ্রীণ লাইফ ডায়গনষ্টিক সেন্টার এন্ড কনসালটেশন সেন্টারের এক ডাক্তারকে উশৃংঙ্কল আচরণের অভিযোগে পুলিশে দিয়েছে প্রতিষ্ঠানের মালিক। এ নিয়ে পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া গেছে। এ ঘটনা নিয়ে শহরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত বৃহস্পতিবার রাত ৯টার ৫ম তলা ভবনের নিচ তলায় প্রধান ফটকের কলাফসেবল গেইটে কে বা কারা তালা দেয়। এসময় মেডিসিন মা ও শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার মোঃ সামসুদদোহা সোহাগ চেচাঁমেচি শুরু করে এবং উশৃংঙ্কল আচরণ করতে থাকে। তখন ওই বিল্ডিংয়ের মালিক ফরিদ আহমেদ রাজু তাকে বারণ করেন। এরপরও ডাক্তার আরো ক্ষিপ্ত হয়ে উঠেন। বিষয়টি রাজু সদর থানাকে অবগত করলে ওসি মোঃ নাজিম উদ্দিন ও এসআই মিজানুর রহমান এসে ডাক্তার সোহাগকে থানায় নিয়ে যান। পরে স্থানীয় লোকজন বিষয়টি সমাধাণের কথা বলে ডাক্তারকে ছাড়িয়ে নিয়ে আসেন। ডাক্তার সোহাগের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, মালিকের সাথে চেম্বারের চুক্তি ও ভাড়া নিয়ে মনোমালিণ্য থাকায় আক্রোশমূলকভাবে তাকে ধরিয়ে দেয়া হয়েছে। এব্যাপারে ফরিদ আহমেদ রাজুর সাথে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি অস্বীকার করে বলেন, ওই সময় ডাক্তার সাহেব স্বাভাবিক ছিলো না। অন্যান্য ভাড়াটিয়াদের গেটে তালা লাগানো নিয়ে বাকবিতন্ডা ও কথাকাটাকাটি হয়। এসময় তিনি অশুভ আচরণ করায় পুলিশকে অবগত করা হয়। এব্যাপারে ওসি মোঃ নাজিম উদ্দিন জানান, ডাক্তার সাহেবকে আনা হয়েছিল। তবে বিষয়টি সমাধানের কথা বলে স্থানীয় লোকজন ছাড়িয়ে নেয়।