Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বার্মিংহামে এডঃ মাহবুব আলী এমপির সাথে হবিগঞ্জ সোসাইটির মতবিনিময়

প্রেস বিজ্ঞপ্তি ॥ এডঃ মাহবুব আলী এমপি বলেছেন, বাংলাদেশের অর্থনীতিকে সচল রাখতে প্রবাসীদের ভুমিকা বেশি। হবিগঞ্জের প্রতিটি ঘরে ঘরে গ্যাস ও বিদ্যুত পৌছানোর লক্ষে আমি কাজ করে যাচ্ছি। আপনাদের সকলের সহযোগীতা থাকলে আমি সফল হব ইনশা আল্লাহ। গতকাল বার্মিংহামের মিষ্টিদেশ রেষ্টুরেন্টে হবিগঞ্জ সোসাইইটি কতৃক আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। সোসাইটির সভাপতি মাজেদুল হক চৌধুরী মিন্টর সভাপতিত্বে ও সেক্রেটারি এম এ মুন্তাকিমের প্রানবন্ত পরিচালয়নায় সভায় বার্মিংহমে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও সাংবাদিকবৃন্দ উপস্তিত ছিলেন। প্রথমেই প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করেন হবিগঞ্জ সোসাইটির ট্রেজারার জিয়া তালুকদার ও সাংগঠনিক সম্পাদক এবি চৌধুরী অপু। সভায় হবিগঞ্জবাসীরা বিভিন্ন দাবী উপস্থাপন করেন। তন্মধ্য গ্যাস ও বিদ্যুত এর দাবি নিয়ে কথা বলেন উপস্থিত ব্যক্তিবর্গ। এছাড়াও সভায় প্রবাসী মন্ত্রনালয়ের মাধ্যমে একটি প্রবাসী সেল গঠনের ও জোর দাবী জানান বক্তারা। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সোসাইটির উপদেষ্টা রানা মিয়া চৌধুরী, সহ-সভাপতি সৈয়দ ইকবাল, কমিউনিটি নেতা কমরেড মাসুদ আহমেদ, জাতীয় পার্টির নেতা ফয়জুর রহমান চৌধুরী এমবিই, বার্মিংহাম আওয়ামীলীগের সেক্রেটারি মাহবুব চৌধুরী মাখন, জয়েন্ট সেক্রেটারি কামাল আহমেদ, হবিগঞ্জ চেম্বার অফ কমার্সের প্রেসিডেন্ট মোতাচ্ছিরুল ইসলাম, বিশিষ্ট মুরব্বি শেখ গফুর উদ্দিন, নাসির আহমেদ শ্যামল, সোসাইটির যুগ্ম সম্পাদক রহমত আলী, ট্রেজারার জিয়া তালুকদার, সাংগঠনিক সম্পাদক এবি চৌধুরী অপু, সহকারী সচিব শরীফ হোসেন সাগর ও ব্যারিস্টার মাসুদ। সভায় আরো উপস্থিত ছিলেন আওয়ামিলীগ নেতা আমিরুল ইসলাম বেলাল, কমিউনিটি এক্টিভিস্ট কবির উদ্দিন, সোসাইটির উপদেষ্টা শমশেদ বক্ত চৌধুরী, সহ-সভাপতি ময়নুল ইসলাম চৌধুরী বাবুল, যুগ্ম সম্পাদক এম এ চৌধুরী মাসুদ, সহকারী সচিব  মাসুদ চৌধুরী ও আব্দুল ওয়াদুদ সাংবাদিক ও ছড়াকার সৈয়দ নাসির আহমেদ, চ্যানেল আইয়ের মিডল্যান্ডস প্রতিনিধি আশরাফুল ওয়াহিদ দুলাল, আওয়ামীলীগ নেতা বাবলু আহমেদ, জাতীয় পার্টির নেতা হেলাল উদ্দিন, মাওলানা আব্দুর রশিদ, আওয়ামিলীগ নেতা দিপু শেখ, সোসাইটির নির্বাহী সদস্য শওকত পরশ হক, বজলুল হাকিম চৌধুরী, বাপ্পি চৌধুরী, তানভীর বক্ত চৌধুরী প্রমূখ। সভা শেষে সবাই নৈশভোজ অংশগ্রহন করেন।