Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জে চ্যানেল আই’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার ॥ বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা সভা ও কেক কাটার মাধ্যমে হবিগঞ্জে চ্যানেল আইয়ের ১৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। আজ দুপুরে হবিগঞ্জ প্রেসক্লাব মিলাতনে চ্যানেল আইয়ের জেলা প্রতিনিধি ও প্রেসক্লাব সাধারণ সম্পাদক চৌধুরী মোহাম্মদ ফরিয়াদের সভাপতিত্বে ও চ্যানেল আইয়ের দর্শক ফোরামের সদস্য সচিব এবং কৃষি ব্যাক সিবিএ সভাপতি শাহ জয়নাল আবেদীন রাসেলের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভাকেট আলহাজ্ব  মোঃ আবু জাহির। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ মোঃ রুকন উদ্দিন, নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃ আলমগীর চৌধুরী, প্রেসক্লাব সাবেক সভাপতি আলহাজ্ব আমির হোসেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান, টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সহ-সভাপতি আবু ছালেহ মোহাম্মদ নুরুজ্জামান চৌধুরী শওকত, দৈনিক তরফ বার্তার সম্পাদক ফারুক উদ্দিন চৌধুরী, সপ্তাহিক জনতার দলিলের সম্পাদক সৈয়দ আশরাফ উদ্দিন মামুন, প্রেসক্লাবের অডিটর রোটারিয়ান বাদল কুমার রায়, দৈনিক আজকের হবিগঞ্জের বার্তা সম্পাদক আশরাফুল ইসলাম কুহিনুর, দৈনিক বিজয়ের প্রতিধ্বনির নির্বাহী সম্পাদক জিয়া উদ্দিন দুলাল, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুকিদুল ইসলাম, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহবুবুর আলম, ওয়াদুদ মাহমুদ চৌধুরী শামীম, সাবেক কমিশনার আব্দুল মোতালিব মমরাজ, আব্দুল মান্নান জিহাদ প্রমুখ।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন এশিয়ান টিভির জেলা প্রতিনিধি এসএম সুরুজ আলী, এসএ টিভির জেলা প্রতিনিধি আব্দুর রউফ সেলিম, দৈনিক সমাচারের স্টাফ রিপোর্টার অসিত কুমার চৌধুরী, বার্ডসের সিনিয়র শিক্ষক জয়নাল উদ্দিন তফু, এসএম শামীম, চন্দন সুত্রধর প্রমুখ। পরে সংসদ সদস্য অ্যাডভাকেট আবু জাহির কেক কেটে চ্যানেল আইয়ের জেলা প্রতিনিধি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদের একমাত্র পুত্র চৌধুরী ফারহাদ কারিমকে কেক মুখে দিয়ে জন্ম দিনের সূচনা করেন। শেষে এক বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। এছাড়াও সভায় বিভিন্ন রাজনীতিক দলের নেতৃবৃন্দ, স্কুলের শিক্ষক-শিক্ষিকা-শিক্ষার্থী অংশ গ্রহন করেন।