Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

চুনারুঘাট থানার দুই দারোগা ষ্ট্যান্ড রিলিজ

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট থানার দারোগা খবির উদ্দিন ও দারোগা আশরাফকে ষ্ট্যান্ড রিলিজ করা হয়েছে। ওই দুই দারোগাকে বৃহস্পতিবার দুপুরের মধ্যে কর্মস্থল ত্যাগ করে পুলিশ লাইনে উপস্থিত হওয়ার নির্দেশ দেয়া হয়। গত রবিবার একদল যুবক ঈদের আনন্দ উপভোগ করার জন্যে উপজেলার মিরাশি ইউপি’র হিমালিয়া বাজারে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। রাত সাড়ে ১০ চুনারুঘাট থানার দারোগা খবির উদ্দিন ও দারোগা আশরাফসহ একদল পুলিশ সাদা পোষাকে ওই গানের অনুষ্ঠানে হানা দিয়ে চামলতলী গ্রামের আঃ সহিদের পুত্র সিরাজ আলী (২৫) কে গ্রেপ্তার করে হাতে হ্যান্ড কাপ পড়িয়ে দেয়। ঈদের আনন্দে সাদা পুলিশের এহেন কর্মকান্ডে উপস্থিত দর্শকের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং এক সময় পুলিশের সাথে দর্শকের টানা-হেচড়া ও ধাক্কা-ধাক্কি শুরু হয়। এক পর্যায়ে হ্যান্ড কাপ পড়হিত আসামী সিরাজকে ছিনিয়ে নেয় উত্তেজিত দর্শক। বিষয়টি জানার পর স্থানীয় জন প্রতিনিধিরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন এবং রাত আড়াইটার সময় আসামী বিহীন হ্যান্ডকাপটি উদ্ধার করে দারোগা খবিরকে থানায় ফেরত দেন। এ নিয়ে জাতীয় ও স্থানীয় পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হলে সরকারের বিশেষ একটি সংস্থা মাঠে নামে এবং এ বিষয়ে সত্যতা পায়।