Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জের ঐতিহ্যবাহী জেকে উচ্চ বিদ্যালয় শতবছরেও সরকারী করণ হয়নি

এম এ বাছিত, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে শহর ও উপজেলার প্রথম স্মৃতি বিজড়িত ঐতিহ্যবাহী জেকে উচ্চ বিদ্যালয়। স্বাধীনতা সংগ্রাম, মহান মুক্তিযুদ্ধ, ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতির স্বাক্ষর বহন করছে অত্র বিদ্যালয়। মুক্তিবাহিনীর আশ্রয়স্থল হিসেবেও ব্যবহৃত হয়েছে। বৃটিশ বিরোধী আন্দোলন, পাক বাহিনীর নির্যাতন নিয়ে সোচ্ছার ছিল অত্র প্রতিষ্ঠান। কালের আবর্তে শত বছর অতিক্রম করেছে। আদর্শ মডেল হিসেবে স্বীকৃতি পেলেও সরকারী করণ হয়নি শিক্ষাবিদ, বিচারক, সাংবাদিক, ব্যাংকার, জনপ্রতিনিধি, সমাজসেবক তৈরীর আদর্শ ওই পাঠশালা। ১৯১৬ সালে প্রতিষ্ঠিত হয় জেকে উচ্চ বিদ্যালয়। ২০১৬ সালে অনাড়ম্ভর আয়োজনে শত বছর পূর্তি উদযাপনের মহোৎসব শুরু হয়েছে। প্রাচীণ ওই বিদ্যালয় থেকে এসএসসি উত্তীর্ণ অনেক মেধাবী শিক্ষার্থী উচ্চতর ডিগ্রি নিয়ে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন এবং বর্তমানে ও কর্মরত রয়েছেন। ভাষা আন্দোলন, স্বাধীনতা সংগ্রামসহ গৌরবময় পরিক্রমার স্মৃতির বাহক হিসেবে সু-খ্যাতি রয়েছে। শহরের প্রাণ কেন্দ্র ওসমানী রোডের শেষ সীমানার রাজাবাদ পয়েন্ট এবং থানার মধ্যবর্তী স্থানে এর অবস্থান। উপজেলায় প্রথম প্রতিষ্ঠিত বিদ্যালয়টি জ্ঞান পিপাসুদের একমাত্র ভরসার স্থল ছিল। বিদ্যালয়ের খেলার মাঠ সকলের জন্য উন্মোক্ত। রাষ্ট্রীয় অনুষ্ঠানাদি পালনসহ শহর এলাকার বিনোদনের চাহিদা নিবারণে একক কৃতিতেবর দাবিদার ওই মাঠ। তবে পরিচর্য্যা আর পৃষ্টপোষকতার অভাবে এর দৈন্যদশা চরম আকার ধারন করেছে। নেই কোন সীমানা প্রাচীর বা গ্যালারীর ব্যবস্থা। মাঝে মধ্যে মাটি ভরাটের নামে চালানো হয় তামাশা। রহস্যজনক কারণে বিত্তশালীরা নির্বিকার। জীর্ণশীর্ণ হিসেবে দাড়িয়ে রয়েছে হোষ্টেল ভবন। ইটের সুরকী খসে পড়ছে। দেখার যেন কেউ নেই। অবকাটামোর উন্নয়ণ হয়েছে। সরকারী নীতিমালায় একাদশ শ্রেণি চালু হয়নি। প্রাচীণ ওই বিদ্যালয় সকল ধর্মালম্বী বাসিন্দাদের অনুপ্রেরণা। প্রধান শিক্ষক নিয়ে চলমান জটিলতার অবসান হয়েছে। ওই বিদ্যালয়েরই প্রাক্তন শিক্ষার্থী মোঃ আবদুস সালাম বর্তমানে প্রধান শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন। সম্প্রতি ওই বিদ্যালয়কে মডেল প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতির পর ৩৬৫ কর্মদিবসে আধুনিকায়নের কার্যক্রম সম্পন্ন হয়েছে। ১৯১৬ সালে শহরের উল্লেখিত স্থানে প্রতিষ্ঠা করা হয় ওই বিদ্যালয়। ১৯৮৪ সালের ১লা জানুয়ারী এমপিওভুক্ত প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি লাভ করে। শিক্ষার আলো ছড়াতে বর্তমান সদর ইউপির আদিত্যপুর গ্রামের দুই সহোদর মোগল ও কিশোরের উদ্যোগে ৬ একর ৫৪ শতাংশ ভূমিতে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয়। স্কুলের উন্নয়ন ও সমস্যা সমাধানের তদারকিতে ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে দায়িত্বপালন করছেন হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন চৌধুরী। উপজেলার শিক্ষা সম্প্রসারণে নেতৃত্ব দিচ্ছে অত্র বিদ্যালয়। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্র হিসেবে সর্বত্র এর পরিচিতি বিদ্যমান। ১৯২০ সাল থেকে এসএসসি চালু রয়েছে। শুরু থেকেই এসএসসিতে পাশের হার প্রায় ৬৯%। গত বছর এসএসসিতে পাশের হার ছিল ৯৩.২০। শিক্ষক রাজনীতি, কোচিং বাণিজ্য আর ভূমি সংক্রান্ত আইনী লড়াইর ফলে শিক্ষা কার্যক্রম ব্যহত হয়েছে। ২০১০ সাল থেকে স্কুল ম্যানেজিং কমিটি নিয়ে বিভক্তির অবসান হয়। ঐতিহ্যের বাহক ওই বিদ্যালয়কে শতভাগ পাশের আওতায় নিয়ে আসার দাবি জানিয়েছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বিদ্যালয়ের কাঠামোগত অবস্থান সুদৃঢ় থাকলে ও সুনিপুন পরিকল্পনার অভাব রয়েছে। বিশাল বৃত্ত আর চিত্তের সেতু বন্ধন স্থাপিত হচ্ছেনা। বিদ্যালয়ে প্রাকৃতিক সৌন্দর্য্য আর বৃক্ষ পরিবেষ্টিত পরিচ্ছন্ন পরিবেশ ছাড়া ও রয়েছে বড় একটি খেলার মাঠ। তবে নেই খেলার সামগ্রী। পাঠদানে মানবিক ও বিজ্ঞানের পৃথক শাখা চালু রয়েছে। বিজ্ঞানাগারের যন্ত্রপাতির সংকট থাকায় শিক্ষার্থীরা বঞ্চিত রয়েছে। বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে ১০৮৬। ১৮ জন শিকত্ষক কর্মরত রয়েছেন। দুটি ভবনের ১৪ টি কক্ষে ক্লাশ চালু রয়েছে। প্রযুক্তি জ্ঞানের জন্য বভন ও কম্পিউটার ল্যাব চালু রয়েছে। ২১টি কম্পিউটার দিয়ে চলছে ল্যাবের কার্যক্রম। স্যানিটেশন আর উপকরণের উন্নয় হয়েছে। নামে মাত্র একটি পাঠাগার বিদ্যমান থাকলে ও নেই কোন কক্ষ বা উপকরণ। পাঠাগারে প্রয়োজনীয় বই সরবরাহের ব্যবস্থা নেই বললেই চলে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবদুস সালাম বলেন, উপজেলার একমাত্র মডেল বিদ্যালয় হিসেবে নতুন বভনের নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। শত বছর অতিক্রম করছে অনেক ইতিহাস ঐতিহ্যের ধারক ও বাহক অত্র প্রতিষ্ঠান। পরিতাপের বিষয় হচ্ছে এখনো প্রাচীণ ওই বিদ্যালয়কে সরকারী করণ করা হয়নি। সরকারী সহায়তার পাশাপাশি বিত্তশালীদের এগিয়ে আসার আহবান জানান তিনি।