Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

শায়েস্তাগঞ্জে দলীয় নেতাকর্মীর সাথে আতিকের মতবিনিময়

প্রেস বিজ্ঞপ্তি ॥ জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সিলেট বিভাগের সমন্বয়কারী, হবিগঞ্জ জেলা সভাপতি ও হবিগঞ্জ সদর-লাখাই আসনের জাপা মনোনীত এমপি প্রার্থী আলহাজ্ব মোহাম্মদ আতিকুর রহমান আতিকের সাথে মতবিনিময় করেছেন হবিগঞ্জ সদর উপজেলা, শায়েস্তাগঞ্জ থানা, পৌরসভা ও ইউনিয়ন জাতীয় পার্টি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। গত ১৬ডিসেম্বর হাসপাতাল রোডস্থ অস্থায়ী জাতীয় পার্টি কার্যালয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এদিকে সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব মোক্তার হোসেনের সভাপতিত্বে এবং শায়েস্তাগঞ্জ জাতীয় পার্টির সভাপতি অবসর সৈনিক আমিনুল হক সাদেক মেম্বার, পৌর জাপার সম্পাদক ফারুক মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা জাপা সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আতিকুর রহমান আতিক। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা জাপা সম্পাদক আব্দুস সালাম মেম্বার, সদস্য মতিউর রহমান, শায়েস্তাগঞ্জ থানা জাপা সহ-সভাপতি আব্দুস ছামাদ, আলী হোসেন, মিজানুর রহমান মিজান, সৈয়দ মাহফুজ মিয়া, সম্পাদক নজরুল ইসলাম মেম্বার, যুগ্ম সম্পাদক আলী আজম শাহ, মীর আব্দুল কাইয়ুম, শায়েস্তাগঞ্জ পৌর জাপার সহ-সভাপতি কাজী আঃ আউয়াল, জাবেদ আলী, যুগ্ম সম্পাদক আঃ আউয়াল, হাসন আলী, পৌর নেতা হুমায়ুন মিয়া, আব্দুল খাঁ, সফিক মিয়া, শায়েস্তাগঞ্জ ইউনিয়ন জাপা সভাপতি ২৮ এর সর্দার কাজী মঞ্জু মিয়া, সম্পাদক রফিক মিয়া মেম্বার, রজব আলী, সৈয়দ আলী, রঙ্গু মিয়া, আবদাল খাঁন, আকবর আলী, জফু মিয়া, আলী মিয়া, শায়েস্তাগঞ্জ পৌর যুবসংহতির আহ্বায়ক এস এম আক্তার আলী, সদস্য সচিব মোশাহিদুর রহমান জাহিদ, যুগ্ম আহ্বায়ক কুতুব আলী, ছমির আলী, মখলিছ মিয়া, শিপন মিয়া, বাচ্চু মিয়া প্রমুখ। সভায় প্রধান অতিথির বক্তব্যে জাপা নেতা আলহাজ্ব মোহাম্মদ আতিকুর রহমান আতিক বলেন, আমি জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের সৈনিক। দীর্ঘদিন যাবত হবিগঞ্জ সদর-লাখাই উপজেলাবাসীর জাতীয় পার্টি ও অঙ্গসহযোগি সংগঠনের নেতাকর্মীদের নিয়ে কাজ করছি। সকল নেতাকর্মী ও জনগণের মতামত নিয়ে সিদ্ধান্ত নেব। হবিগঞ্জ সদর-লাখাই আসনের নেতাকর্মী ও জনগনের মতামতকে আমি মূল্যায়ন করি। আমার নির্বাচনী এলাকা হবিগঞ্জ সদর-লাখাই এলাকার সাথে সুখে দুঃখে ছিলাম এবং ভবিষ্যতে থাকতে চাই। তিনি আরোও বলেন পল্লী বন্ধু এরশাদের কথায় মনোনয়ন প্রত্যাহার করতে চাই।