Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

শ্রীমতপুর মাদানিয়া মাদ্রাসায় পশু কুরবানী ও গোসত বিতরন

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ জেলা আওয়ামী আইনজীবী পরিষদের সভাপতি ও নবীগঞ্জ বাহুবলের সাবেক সংসদ সদস্য এডঃ আব্দুর মোছাব্বির বলেছেন, ইসলামী শিক্ষার সাথে আধুনিক শিক্ষার সমন্বয়  সাধন করে মাদ্রাসা শিক্ষার্থীদের উপযুক্ত নাগরিক হিসাবে গড়ে তুলতে হবে। শ্রীমতপুর মাদানিয়া মাদ্রাসাকে এগিয়ে নিতে সকলের সহযোগিতা কামনা করে তিনি বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় এ মাদ্রাসাকে একটি আদর্শ প্রতিষ্টানে পরিনত করতে হবে। তিনি গত শনিবার নবীগঞ্জের শ্রীমতপুর মাদানিয়া মাদ্রাসা এতিম খানা কমপ্লেক্সে পশু কুরবানী ও ছাত্র ছাত্রীদের মধ্যে কুরবানীর গোশত এবং তেল বিতরণ অনুষ্টানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। শ্রীমতপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মুহাম্মদের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রভাষক মোহাম্মদ আলাউর রহমান, মুসলিম সমাজ কল্যান সংস্থা বাংলাদেশের বানিয়াচং উপজেলার সভাপতি মাওঃ আব্দুস শহীদ। মুসলিম সমাজ কল্যান সংস্থার অর্থ-সম্পাদক মাষ্টার শফিকুর রহমান চৌধুরীর পরিচালনায় এতে বক্তব্য রাখেন, মাওঃ জামাল উদ্দীন, মাওঃ নজরুল ইসলাম, মাওঃ আব্দুর রহমান, সেলিম চৌধুরী, হাজী ইলিয়াস মিয়া, সামছু মিয়া, আজিজুর রহমান, মাওঃ কামাল উদ্দীন, মাওঃ লুৎফর রহমান দেওবন্দী, মুস্তফা মিয়া প্রমুখ। উল্লেখ্য মুসলিম সমাজ কল্যান সংস্থা বাংলাদেশের প্রতিষ্টাতা চেয়ারম্যান বর্তমানে আমেরিকা প্রবাসী মাওঃ আব্দুল কাইয়ুম জালালাবাদী ও সেখানে বসবাসরত প্রবাসী ব্যক্তিবর্গের আর্থিক সহযোগিতায় উক্ত পশু কুরবানী ও  গোশত এবং তেল বিতরন করা হয়।