Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে চরগাঁও গ্রামে মগল বিবি’র হত্যাকান্ডের ঘটনায় ১৩ জনের বিরুদ্ধে মামলা

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ পৌর এলাকার চরগাঁও গ্রামে জায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের আঘাতে মগল বিবি (৫০) হত্যাকান্ডের ঘটনায় গতকাল বুধবার সন্ধ্যায় ১৩ জনের বিরুদ্ধে নবীগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলাটি দায়ের করেন নিহতের মেয়ে ওই গ্রামের হেনা বেগম। এদিকে বৃদ্ধা মগল বিবির মৃত্যুর খবর পাওয়ার সাথে সাথে থানার অফিসার ইনর্চাজ মোঃ আব্দুল বাতেন খাঁনের নেতৃত্বে পুলিশ কাজল মিয়ার ছেলে অজুদ মিয়া ও তার স্ত্রী লাকী বেগমকে গ্রেফতার করে। তবে মামলা দিতে বিলম্ব হওয়ায় তাদেরকে ঘটনার বর্ণনা দিয়ে ৫৪ ধারায় কোর্ট হাজতে প্রেরন করে পুলিশ। আটককৃতদের শো এরেষ্ট দেখানো হবে বলে সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে।
উল্লেখ্য, নবীগঞ্জ পৌর এলাকার চরগাঁও গ্রামের নিহত মগল বিবির সাথে একই গ্রামের কবির মিয়া, আলতা মিয়া, কাজল মিয়া গং দের বাড়ির সিমানা নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। এনিয়ে একাধিকবার শালিস বৈঠক করেও কোন সমাধান হয়নি। প্রায় ৬ মাস পূর্বেও মগল বিবির উপর চড়াও হয়ে ঘাতকরা মারপিট করেছিল।
গত ২০ সেপ্টেম্বর রবিবার সকাল ৭ টায় পরিকল্পিতভাবে মগল বিবির চারা গাছ কেটে ফেলে প্রতিপক্ষের লোকজন। মগল বিবি এর প্রতিবাদ করলে ১০/১২ জনের এক দল লোক মগল বিবিকে এলোপাতারিভাবে মারপিট করলে সে মাটিতে লুঠে পড়ে। এ সময় আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ২১ সেপ্টেম্বর দুপুরে তার মৃত্যু ঘটে। এ ঘটনায় গতকাল বুধবার নিহত মগল বিবির মেয়ে হেনা বেগম বাদী হয়ে ১৩ জনের বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের করেন।