Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে বিবিয়ানায় সংযোগ লাইন পর্যবেক্ষন শনিবার সারাদেশে ফিলিং ষ্টেশন বন্ধ

এম এ বাছিত, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জের বিবিয়ানা গ্যাস ক্ষেত্র থেকে জাতীয় গ্রীডে সংযুক্ত গ্যাস লাইন পর্যবেক্ষণের ফলে শনিবার সারাদেশে ফিলিং ষ্টেশন বন্ধের নির্দেশনা জারি করা হয়েছে। নিয়মিত পর্যবেক্ষণের অংশ হিসেবে আগামীকাল শুক্রবার রাত ১২টা থেকে শনিবার রাত ১২টা পর্যন্ত গ্যাস সর্বরাহ বন্ধের খবর নিশ্চিত করেছে শেভরণ। ওই দিন সারাদেশে সিএনজি (রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস) ফিলিং ষ্টেশনগুলো বন্ধ রাখার নির্দেশনা জারি করেছে জ্বালানী ও খনিজ সম্পদ বিভাগ। নবীগঞ্জ পৌর এলাকাসহ স্থানীয় পর্যায়ের গ্রাহকরাও গ্যাস সুবিধা থেকে বঞ্চিত হবেন। চুলোয় আগুণ জ্বলবেনা। নিয়মিত রক্ষণাবেক্ষণের অংশ হিসেবে ওই দিন বিবিয়ানা গ্যাস ফিল্ডের উৎপাদন বন্ধ থাকার প্রেক্ষিতে ওই সিদ্ধান্ত নেয়া হয়েছে। পেট্রোবাংলা ও শেভরণ সূত্র জানায়, বিবিয়ানা ফিল্ড থেকে গ্যাস উৎপাদন বন্ধ থাকায় দেশের বিদ্যুৎ উৎপাদন স্বাভাবিক রাখতে সিএনজি ষ্টেশন বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়েছে। জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মীর আসলাম উদ্দিন এখবরের সত্যতা নিশ্চিত করে বলেন, শুক্রবার দিবাগত রাত ১২টা থেকে শনিবার রাত ১২টা পর্যন্ত ২৪ঘন্টা বিবিয়ানার গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। শেভরন ৫ টি ফিল্ড থেকে প্রতিদিন গড়ে প্রায় ১৩০০ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রীডে সরবরাহ করছে। গ্যাস ক্ষেত্রের চারটি কূপ নর্থ, সাউথ, সাউথ সাউথ ইষ্ট থেকে উত্তোলিত গ্যাস জাতীয় গ্রীডে সঞ্চালন হয়। স্থানীয় পর্যায়ে গ্যাস সরবরাহের জন্য বিভিন্ন ব্যাসের ৫৩.৫৭ কিলোমিটার পাইপ লাইন স্থাপিত হয়েছে। ১৮৬৩টি সংযেগের মাধ্যমে গ্যাস সরবরাহ হচ্ছে।  উল্লেখ্য, কুর্শি ইউনিয়নের সীমান্তবর্তী আউশকান্দি মহাসড়কের নিকটে সরবরাহকারী প্রতিষ্ঠান জালালাবাদ গ্যাস লাইনের আরএসএস (ষ্টেশন) স্থাপন করে। ২০১২ সালে ৬ মাস কর্মদিবসের চুক্তিতে ঠিকাদারী প্রতিষ্ঠান ফরেন ইতালিয়ান কোম্পানী ওই কাজ সম্পন্ন করে। ষ্টেশন নির্মাণের পর দ্রুত গতিতে সিভিল ওয়ার্কিং (হিটারের) কাজ চালু হয়। এরই প্রেক্ষিতে গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠান সিলেটস্থ জালালাবাদ আউশকান্দি মহাসড়কের সন্নিকটে স্থাপিত স্টেশন থেকে প্রায় ৭ কি: মি: পাইপ লাইন সম্প্রসারণ করে। ২০১৩ সালে পৌর এলাকায় গ্যাস সংযোগ চালু হয়।