Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

অপরূপ সাজে সাতছড়ি জাতীয় উদ্যান ॥ ভ্রমণ পিপাসুদের জন্য নেওয়া হয়েছে নানা উদ্যোগ

স্টাফ রিপোর্টার ॥ সাতছড়ি জাতীয় উদ্যান। জাতীয় উদ্যানে বর্ষাস্নাত বৃষ্টিতে কচি গাছপালায় অপরূপ সাজে সেজেছে। বনের ভেতরে ৭টি ছড়া রয়েছে বলে এর নামকরণ করা হয়েছে সাতছড়ি। বনের ভেতর একে বেঁকে চলেছে বালুময় ছড়াগুলো। গ্রীষ্মের গরম হাওয়ায় সাতছড়ির ছড়ার ভিতরে প্রাকৃতিক পরিবেশে হাঁটলে গা হিমশীতল বাতাসে ঠান্ডা হয়ে যাবে। এবার ঈদুল ফিতরে সাতছড়ি জাতীয় উদ্যানে দর্শনার্থীদের আগমণ বাড়ানোর জন্য বন বিভাগও সাতছড়ি সহ ব্যবস্থাপনা কমিটির পক্ষ থেকে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। দর্শনার্থীদের যেন সহজেই সুপেয় পানি টয়লেট সুবিধাসহ নিরাপত্তা সুবিধা নির্বিঘœ থাকে সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীও রয়েছে তৎপর। অনায়াসে ভ্রমন পিপাসু মানুষ দুর দূরান্ত থেকে সাতছড়ি প্রাকৃতিক পরিবেশে বেড়িয়ে যেতে পারেন। ঢাকা ও সিলেট থেকে সড়ক পথে মাত্র ২ থেকে আড়াই ঘন্টার রাস্তা। জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় নেমে সিএনজি অথবা যে কোনো প্রাইভেট গাড়িতে চড়ে মাত্র ১০ মিনিটে যেতে পারেন সাতছড়ি জাতীয় উদ্যানে। তেলিয়াপাড়া রেল গেইট পেরুলেই চোখে পড়বে যেন নিপুঁণ শিল্পীর হাতে গড়া সবুজ চা বাগান। সাতছড়ি বিট কর্মকর্তা মাসুদ খান জানান, এ বছর জাতীয় উদ্যানে দর্শনার্থীদের জন্য অনেক সুযোগ সুবিধা নেওয়া হয়েছে। নানা রকমের দুর্লভ গাছপালা সহ বনমানুষ, হনুমান, বানর, মায়া হরিণ, সাম্বার চোখে পড়বে।