Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

চুনারুঘাটে জমে উঠেছে ঈদের কেনাকাটা

চুনারুঘাট প্রতিনিধি ॥ ঈদের আর মাত্র ১দিন বাকী। শেষ মুহুর্তে জমে উঠেছে চুনারুঘাটের ঈদ মার্কেট। ঈদ মার্কেটে চুনারুঘাট পৌর শহরের বিভিন্ন বিপনী বিতানে ক্রেতাদের উপচে পড়া ভিড় নেমেছে। এদের মধ্যে উচ্চ ও মধ্যবিত্ত ক্রেতারাই বেশি। বুধবার চুনারুঘাট পৌর শহরের সিকান্দর কমপ্লেক্স, মুসলিম প্লাজা, কিবরিয়া মার্কেট, শাহজালাল মার্কেট, জে সি এস মার্কেট, মধুমিয়া ম্যানশন, নিরঞ্জন প্লাজা, জাহির মাস্টার সুপার মার্কেটসহ কয়েকটি এলাকা ঘুরে দেখা গেছে, দোকানে দোকানে ক্রেতাদের ভীড়। ক্রেতাদের অধিকাংশই মহিলা ও শিশু। ব্যবসায়ীরা জানান, শাড়ি, থ্রী পিছ, পাঞ্জাবী ও শিশুদের পোষাকই বেশি বিক্রি হচ্ছে। শাড়ির মধ্যে কাশ্মীরি কাতান, টিস্যু কাতান, দেশী জামদানী, ঢাকাইয়া জামদানীর প্রতি আগ্রহ বেশি মহিলাদের। থ্রী পিছের মধ্যে এবারের বিশেষ আকর্ষণ কিরণ মালা, ঝিলিক ও পরী। বরাবরের মতো এবারের ঈদেও যুবকদের প্রথম পছন্দ পাঞ্জাবী। এনডি সিল্ক, রাজশাহী সিল্ক, জয়শ্রি ও আদিল ব্র্যান্ডের পাঞ্জাবীগুলো বিক্রি হচ্ছে বেশি। চুনারুঘাট পৌর শহরের মধ্য বাজারের কয়েকজন ব্যবসায়ী জানান, এবারের ঈদ মার্কেটে কেনাবেচা হয়েছে সন্তোষজনক।