Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জের ২৫/৩০ জন হজ্ব যাত্রী ভিসা জটিলতায় হজ্বে যেতে পারেননি

স্টাফ রিপোর্টার ॥ টাকা জমা দেয়ার পুরো প্রক্রিয়া শেষ করার পরও ভিসা জটিলতাসহ টিকেট না পাওয়ায় হজ্বে যেতে পারেননি হবিগঞ্জের প্রায় ২৫/৩০ জন হজ্ব যাত্রী। সংশ্লিষ্ট যাত্রীদের অভিযোগ ট্রাভেল এজেন্টের গাফিলতির কারণে হজ্বে যেতে ব্যর্থ হয়েছেন তারা।
অন্যদিকে, ট্রভেল এজেন্টরা দোষারোপ করছেন হজ্ব এজেন্সি অব বাংলাদেশ (হাব) এর কেন্দ্রীয় নেতৃবৃন্দকে। যে ২৫/৩০ জন হাজী হজ্বে যেতে পারেননি তারা শহরের ২নং পুল এলাকার লর্ড ট্যাভেল্সের মাধ্যমে তাদের ভিসা সংক্রান্ত সকল আনুষ্ঠানিকতা করেছিলেন। কিন্তু ট্র্যাভেলস এজেন্ট ওই ২৫/৩০ হজ্ব যাত্রীকে ঢাকায় নিয়ে গিয়েও ফেরত পাঠিয়েছে। অভিযোগে প্রকাশ, লর্ড ট্রাভেলস কর্তৃপক্ষ হজ্ব যাত্রীদের হজ্বে না নিয়ে তালবাহানা করায় টাকা ফেরতের জন্য তাদেরকে চাপ প্রয়োগ করলে দেই দিচ্ছি-দেবো বলে কালক্ষেপন করে। নিরূপায় হয়ে ভুক্তভোগীরা গত সোমবার ট্র্যাভেলসটি ঘেরাও করে। টাকা নিয়ে তাদের সাথে ভুক্তভোগীরা দেন দরবার চলতে থাকে। পরে স্থানীয় লোকজনের হস্তক্ষেপে টাকা ফেরত দেয়ার আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়। এ ব্যাপারে লর্ড ট্র্যাভেলসের এজেন্ট সেলিম আহমেদের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন আমরা টিকেটের ব্যবস্থা করি। এছাড়া এ ঘটনাটি অস্বীকার করেন।