Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মাধবপুরে অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার ॥ কেউ অপহরণ করেনি ভালবেসে বিয়ে করেছি-জুই

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে কলেজ ছাত্রী জান্নাত জাহান জুই অপহৃত নাকি প্রেমিকের সাথে স্বেচ্ছায় পলায়ন। এ নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়-মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের রামনগর (হরিনখলা) গ্রামের ফজলুর রহমানের মেয়ে কলেজ ছাত্রী জান্নাত জাহান জুই সুলতান এর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলে পার্শ্ববর্তী দেবনগর গ্রামের মৃত আব্দুল আলীর ছেলে ফখরুল ইসলাম। পর্যায়ে জুই ও ফখরুল সুখের সংসার গড়তে পালিয়ে যায় অজানার উদ্দেশ্যে। কিন্তু বেশী দিন পালিয়ে থাকতে পারেনি। ফজলুর রহমান তার মেয়েকে প্রেমিক ফখরুলের কাছ থেকে উদ্ধার করে আপন ভাইস্তা হানিফের কাছে জুইকে বিয়ে দেয়। বিয়ে হলেও ফখরুল এবং জুই’র সম্পর্ক চলতে থাকে গোপনে। এক পর্যায়ে ২৬ মে আবারও জুই স্বামীর হানিয়ের সংসার থেকে প্রেমিক ফখরুলের হাত ধরে পালিয়ে যায়। এবং ২৮ মে ব্রাহ্মনবাড়ীয়া কোটে নোটারী পাবলিক এবং কাজি অফিসে বিয়ে করে। এদিকে জুই’র পিতা ফজলুর রহমান ফখরুল ইসলামসহ ৪/৫জনকে আসামী করে জুইকে অপহরনের অভিযোগ এনে থানায় একটি মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এস.আই.মমিনুল ইসলাম মঙ্গলবার সকালে বিজয়নগর উপজেলার ইসলামপুর এলাকা থেকে তাকে জুইকে উদ্ধার করে হবিগঞ্জ বিচারিক আদালতে হাজির করেন। এস.আই. মমিনুল ইসলাম জানান-বিজ্ঞ জুডিশিলাল ম্যাজিষ্ট্রেট কৌশিক আহম্মেদ মিলন জুই’র ২২ ধারা জবানবন্দি শেষে নিজ জিম্মায় তাকে জামিন দেন। এর আগে সকালে পুলিশ হেফাজতে থাকা জুই সাংবাদিকদের জানান ফকরুলকে ভালবেসে তাকে কোর্টে বিয়ে করেছি। কেউ তাকে অপহরণ করেনি।