Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

টিউমাররোগে আক্রান্ত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে কেন্দুয়া গ্রামের শাহ আলম

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে শাহ আলম (৩৫) নামে এক ব্যক্তি টিউমাররোগে আক্রান্ত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। সে বানিয়াচং উপজেলার কেন্দুয়া গ্রামের মৃত আঞ্জব আলীর পুত্র। আহত শাহ আলম হাসপাতালে আক্ষেপ করে জানায়, শুধুমাত্র একটি ভাঙ্গা টিনের ছাপটা ঘর ছাড়া তার কিছুই নেই। তার স্ত্রীসহ ২টি শিশু সন্তান রয়েছে। দিনের পর দিন শিশু সন্তান নিয়ে তাকে না খেয়ে থাকতে হয়। ৬ মাস আগে তার বুকে টিউমার ধরা পড়ে। এরপর থেকে আর্থিক অভাবে চিকিৎসা করাতে না পারায় দিন দিন টিউমারটি বড় হয়ে তাকে মৃত্যুর দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছে। গত রবিবার গুরুতর অসুস্থ হয়ে পড়লে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। কিন্ত টাকা-পয়সা না থাকার কারণে হাসপাতাল থেকেও পর্যাপ্ত চিকিৎসা পাচ্ছে না। গতকাল সোমবার রাত ৭টায় সরজমিনে হাসপাতালে গিয়ে দেখা যায়, হাসপাতালের বারান্দায় বসে শাহ আলম স্ত্রী-সন্তানদের নিয়ে চোখের জল ফেলছে। তার বুকে বড় দুটি টিউমার। ডাক্তারের সাথে কথা হলে তিনি জানান, সে রক্তশূণ্যতায় ভোগছে। ইমার্জেন্সি বি পজেটিভ রক্তের প্রয়োজন। রক্ত না দিলে তাকে বাঁচানো সম্ভব হবে না। এদিকে সে জানায় রক্ততো দুরের কথা, বিষ খাওয়ার টাকা পর্যন্ত তার হাতে নাই।