Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বাহুবলে অপহরণের মামলা করে এক পরিবার পড়েছে বিপাকে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলার চন্দ্রছড়ি গ্রামে কন্যা অপহরণের মামলা করে এক পরিবার পড়েছে বিপাকে। ক্রমাগত হুমকি ধামকির কারণে ওই পরিবারটি নিরাপত্তাহীনতায় ভুগছে বলে অভিযোগ পাওয়া গেছে। অভিযোগে জানা যায়, গত ২২ জুলাই ওই গ্রামের আবুল কালামের কন্যা রানু আক্তার (১৫) কে চুনারুঘাট উপজেলার সিরাজনগর গ্রামের আব্দুল মালেকের লম্পট পুত্র রুবেল মিয়া (২২) সহ ৩/৪ জন লোক সিএনজিযোগে অপহরণ করে নিয়ে যায়। এ ব্যাপারে কালাম বাদি হয়ে বাহুবল থানায় মামলা করলে মামলার খবর পেয়ে দুর্বৃত্তরা আরো ক্ষিপ্ত হয়ে উঠে। বিভিন্নস্থানে ধর্না দিয়েও কোন সুরাহা করতে না পেরে অবশেষে সৈয়দ মিল্লাত হোসেন, মেম্বার আব্দুস সাত্তারসহ গণ্যমান্য ব্যক্তির উপস্থিতিতে অপহৃতা রানু আক্তারকে আপোষের শর্তে ফিরিয়ে দিয়ে যায়। এরপর মামলা তুলে নেয়ার জন্য বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিল। এদিকে মামলা না তুলায় রুবেল মিয়া, জমসেদ আলী, ইবাদ আলী, রকিব, সুমন ও ইলিয়াসসহ একদল লোক ১১ সেপ্টেম্বর বিকেলে আবুল কালাম ও তার পরিবারেরর লোকজনের উপর হামলা চালায় এবং মারপিট করে আহত করে। এ ব্যাপারে আরেকটি মামলা হয়। এরপরে উল্লেখিতরা আরো ক্ষিপ্ত হয়ে উঠে এবং কালামের পরিবারকে মামলা তুলে নেয়ার জন্য হুমকি ধামকি দিচ্ছে বলে অভিযোগ করেন। তাদের হুমকি ধামকির কারণে ওই পরিবারটি বাড়িঘর থেকে বের হতে পারছে না। এ ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন তারা।