Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

প্রাণ আরএফএলে বেড়েই চলছে দূর্ঘটনা ॥ আতঙ্কিত শ্রমিকরা ॥ ২৪ ঘন্টার ব্যবধানে দুই শ্রমিকের মর্মান্তিক মৃত্যু

এম এ আই সজিব ॥ আর কত প্রাণ গেলে বন্ধ হবে প্রাণ কোম্পানীতে মানুষের মৃত্যুর দীর্ঘ লাইন। কোন না কোনভাবেই ওই কোম্পানীতে মৃত্যুর সংখ্যা বেড়ে চলেছে। কাজ করতে গিয়ে গত ২৪ ঘন্টার ব্যবধানে দুই শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়। এতে গুরুতর আহত হন আরো ২ শ্রমিক। অভিযোগ উঠেছে ৪ হাজার ৫শ টাকার বেতনভুক্ত শ্রমিকদের দিয়ে বিপদজনক কাজ করানো হচ্ছে। অনেকে পেটের দায়ে বিপদজনক এসব কাজ করছেন। আবার কেউ কেউ চাকুরী ছেড়ে দিয়েও রেহাই পাচ্ছেন না। বিভিন্ন মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে। ফলে মৃত্যুসহ দূর্ঘটনা ঘটছে। গতকাল শনিবার বিকেলে সদর উপজেলার প্রাণ আরএফএল কোম্পানীতে ১১ হাজার কেভির বৈদ্যুতিক লাইনে কাজ করতে গিয়ে মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার মধ্যপাড়া গ্রামের আকতার শেখের পুত্র ফয়সল শেখ (২৫) নামে প্রাণ হারিয়েছে এক শ্রমিক। এ ছাড়া কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার ধনুশাল গ্রামের সোহাগ আহমেদ (২১), বি-বড়িয়া জেলার নবীনগর উপজেলা সদরের রায়হান মিয়া (২৫) এর শরীর জ্বলসে যায়। গুরুতর আহতাবস্থায় তাদেরকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে ফয়সলকে ডাক্তার মৃত ঘোষণা করেন এবং বাকী দুজনকে হাসপাতালে ভর্তি করেন। পরে তাদের মধ্যে রায়হানের অবস্থা আশংকাজনক তাকে সিলেট এমএজি উসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। আহতরা জানায়, প্রাণ কর্তৃপক্ষের নিজস্ব ইলেকট্রিশিয়ান থাকার পরও তাদের দিয়ে গতকাল বিকেলে নিজস্ব বিদ্যুতকেন্দ্রের ১১ হাজার কেভি লাইনে কাজ করতে বলা হয়। এতে অপারগতা প্রকাশ করলে চাকুরিচুত্য করার হুমকি দিলে বাধ্য হয়ে ওই লাইনে কাজ করতে যায়। উল্লেখ্য গত শুক্রবার বিকেলে ওই কোম্পানীর ভেতরে জামাল হোসেন (২৫) নামে এক শ্রমিক দূর্ঘটনায় মারা যায়। ইতোপূর্বেও প্রাণ আরএফএল এ কাজ করার সময় দূর্ঘনায় আহত হয়ে মৃত্যু বরণ করেন। এ রকম একাধিক ঘটনা ঘটায় শ্রমিকদের মধ্যে আতংক বিরাজ করছে। গতকাল নিহতের লাশ উদ্ধার করেন এসআই ওমর ফারুক। পরে লাশের সুরতহাল তৈরি করে মর্গে প্রেরণ করেন।
এ ব্যাপারে আরএফএল বিএিমএ এর ম্যানেজার শফিউল ইসলাম জানান, জানালার কাজ করার সময় ফয়সল মিয়াসহ অন্যান্যরা বিদ্যুতের তারে জড়িয়ে আহত হয়।