Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

পরিবহন শ্রমিক ইউনিয়নের উদ্যোগে মৃত্যুদাবি চেক প্রদান

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব এডঃ মোঃ আবু জাহির বলেছেন- পরিবহন শ্রমিকরা জীবনের ঝুঁকি নিয়ে যাত্রীদের গন্তব্যস্থলে পৌঁছে দেন। এটি এক ধরণের মহৎ ও সেবামূলক পেশা। কিন্তু একটি দুর্ঘটনায় পরিবহন শ্রমিকের পরিবারে নেমে আসে অভাব ও হতাশা। এগুলো দূর করতে হবিগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন অর্থ সহায়তা দিয়ে যেভাবে পাশে দাঁড়ায় তা সত্যি অনন্য। সরকারও পরিবহন  শ্রমিকদের কল্যাণে নানা পদক্ষেপ গ্রহণ করেছে। বর্তমান সরকার শ্রমিক বান্ধব সরকার। কিন্তু বিএনপি-জামায়ত জোট শ্রমিকদেরকে পেট্রোল বোমা ও আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করেছে। তাদের এই নির্মম আক্রমণে অনেক পরিবার পথে বসেছে। ক্ষমতায় যাওয়ার জন্য তারা শ্রমিক হত্যার মতো জঘন্যতম কাজ করতেও পিছপা হচ্ছে না। অথচ আওয়ামী লীগ যখন আন্দোলন করেছে তখন শ্রমিকদেরকে সাথে নিয়েই আন্দোলন করেছে। কোন শ্রমিক নির্যাতিত হয়নি। তাই এই অপশক্তিকে রুঁখে দাঁড়ানোর জন্য সকল পরিবহন শ্রমিককে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি বিগত বিএনপি-জামায়াতের অযৌক্তিক আন্দোলন মোকাবেলায় পরিবহন শ্রমিকদের সাহসী ভূমিকার জন্য প্রশংসা করেন এবং ধন্যবাদ জানান। এছাড়া তিনি সংগঠনের ফান্ডে ১ লাখ টাকা অনুদান ঘোষণা করেন।
গতকাল শুক্রবার বিকালে হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের উদ্যোগে মৃত্যুদাবি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে তিনি এ কথা বলেন।
ইউনিয়ন সভাপতি শহীদ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সজিব আলীর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি কাজী মলাই মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ, সহ-সম্পাদক দিয়ারিছ মিয়া, সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান, প্রচার সম্পাদক আলী হোসেন, কোষাধ্যক্ষ শাহেব মিয়া, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শাহেব আলী, শ্রম ও কল্যাণ সম্পাদক হেলাল মিয়া, কার্যকরী পরিষদ সদস্য কিম্মত আলী, আহমেদ চৌধুরী ছায়েদ, লেচু মিয়া, রতন বর্মন, গোলাপ মিয়া, আব্দুল আউয়াল, শাহজাহান মিয়া, রমজান আলী, মর্তুজ আলী, শহিদুল ইসলাম লাল প্রমুখ। পরে ২০১৩ থেকে ১৫ সাল পর্যন্ত মৃত্যুবরণকারী শ্রমিক ইউনিয়নের ১৯ সদস্যের পরিবারের মধ্যে ২ লাখ ৯০ হাজার টাকা বিতরণ করা হয়।