Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

কালনীর শতাধিক যুবকের যুবলীগে যোগদান

প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কার্যকরী কমিটির অন্যতম সদস্য, জেলা যুবলীগ সভাপতি হবিগঞ্জ পৌরসভার মেয়র প্রার্থী আতাউর রহমান সেলিম বলেছেন, যুবলীগ বাংলাদেশ রাষ্ট্রের অন্যতম রূপকারদের একজন বীর মুক্তিযোদ্ধা শেখ ফজলুল হক মনির হাতে গড়া সংগঠন। মুক্তি সংগ্রামের পর যুদ্ধ বিধ্বস্থ বাংলাদেশের পুর্নগঠন ও নিপীড়িত মানুষের পাশে থেকে দেশের কল্যানে কাজ করার জন্য বঙ্গবন্ধুর নির্দেশে শেখ মনি যুবলীগ প্রতিষ্টা করেছিলেন। তিনি হুশিয়ারি উচ্চারন করে বলেন যুবলীগে যারা যোগ দিচ্ছেন তাদের মনে রাখতে হবে যুবলীগে যোগ দিয়ে যদি কেউ ফায়দা হাসিল বা ব্যক্তিগত স্বার্থসিদ্ধি করতে চায় তাদের জায়গা এই সংগঠনে নেই। আওয়ামীলীগ থেকে একক মেয়র প্রার্থী ঘোষনার দাবী প্রসঙ্গে তিনি বলেন, যুবসমাজ সাথে থাকলে ইনশাআল্লাহ আমাদের প্রিয় নেতা সংসদ সদস্য আলহাজ্ব এডঃ মোঃ আবু জাহিরের সমর্থন ও সহযোগিতায় আমাদের এই স্বপ্ন বাস্তবে রূপ নেবে। এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবলীগ নেতা উমেদ আলী শামীম, মোতাহের হোসেন রেজু, ফেরদৌস আহমেদ, পৌর যুবলীগের সভাপতি শফিকুজ্জামান হিরাজ, শেখ আনিসুজ্জামান, নুরুল ইসলাম জুয়েল, শেখ মোঃ শাহজাহান, শেখ সুমন, মোঃ জামাল মিয়া, মামুন মিয়া, দুদু মিয়া, হাবীবুর রহমান হাবিব, সোবান মিয়া, রাসেল মিয়া, রুমন আহমেদ, কাউছার আহমেদ, মকসুদ আলী, আবু লেইছ মিয়া, দুলাল মিয়া, ইব্রাহিম মিয়া, শানু মিয়া, আয়াত আলী, শাকিল মিয়া, শাহিন মিয়া, সোহান মিয়া, জজ মিয়া, মাসুম বিল্লাহ, বশির আহমেদ, তাহের মিয়া, লায়েছ মিয়া, তাজুল মিয়া, কবির মিয়া, জিলাল মিয়া, জাবেদ আলী, রুবেল মিয়া, কালো মিয়া, আদম আলী, আল আমিন, মানিক মিয়া, সোয়াব আলী, মোজাহিদ আলী, মহিবুর রহমান, তাহির মিয়া, মোঃ কাইয়ুম মিয়া, সালেক মিয়া, সেলিম মিয়া, ইমরান মিয়া, হান্নান মিয়া, আফজল মিয়া প্রমুখ।
বক্তারা এ সময় আতাউর রহমান সেলিমকে আওয়ামীলীগের একজন পরীক্ষিত কর্মী হিসেবে উল্লেখ করে অতীতের রাজনৈতিক কর্মকান্ড বিবেচনা করে হবিগঞ্জ পৌরসভায় তাকে একক মেয়র প্রাথী ঘোষনার জন্য জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দের প্রতি দাবী জানান।