Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জ শিল্পকলা একাডেমীতে রক্তাক্ত চিটি’র প্রদর্শনী হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি এমপি অ্যাডভোকেট আবু জাহির বলেছেন, স্কুল ছাত্র-ছাত্রীরা স্কুলে মোবাইল ফোন নিয়ে যেতে পারবে না। স্কুলের শিক্ষার্থীরা বাড়ীতে মোবাইল ফোন ব্যবহার করবে। কোন ছাত্রছাত্রী মোবাইল ফোর নিয়ে স্কুলে যায় কি না সেদিকে অভিভাবকদের খোজ খবর রাখতে হবে। গতকাল শুক্রবার রাত ৮টার জেলা শিল্পকলা একাডেমীতে রক্তাক্ত চিটি’র মোড়ক উন্মেচন অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন। তিনি হবিগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় ও বিকেজিসি উচ্চ বিদ্যালয়ের ছাত্রী লাঞ্চিতের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বলেন, এ ধরণে ঘটনা ঘটানোতে আমাদের হবিগঞ্জের ভাব মূর্তি ক্ষুন্ন হয়েছে। এ দুটি ঘটনায় জন্য শুধু ছেলেরা দায়ি নয়। মেয়েদের দোষ রয়েছে। তিনি বলেন, ভবিষ্যতে যেন এমন ঘটনা না ঘটে। এ জন্য অভিভাবকদের সচেতন হবে। সভায় এমপি আবু জাহির আরো বলেন, সৈয়দ রাশিদুল হক রুজেন ছোট বেলা থেকে সাংস্কৃতি নিয়ে উধ্যমী ছিল। তার নেতৃত্বে হবিগঞ্জের অনেক ছেলে-মেয়েরা সাংস্কৃতিক অঙ্গনে আজ কাজ করছে। রুজেন ভবিষ্যতে সফলতার দিক দিয়ে অনেক এগিয়ে যাবে বলে আমি আশা ব্যক্ত করছি। সভায় তিনি হবিগঞ্জ নাট্য নিকেতনকে ১ লাখ টাকার অনুদান প্রদানের ঘোষনা দেন। প্রয়োজক  গীতিকার আব্দুল মুকিতের সভাপতিত্বে এবং প্রমোদ সরকারের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা জাতীয় পার্টি সভাপতি এমপি মুনিম চৌধুরী বাবু, এএসপি সাজ্জাদ ইবনে রায়হান, জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিম, চেম্বার প্রেসিডেন্ট মোতাচ্ছিরুল ইসলাম, এয়ারলিংক নুর উদ্দিন জাহাঙ্গীর, বাংলাদেশ গ্র“ফ থিয়েটার ফেডারেশন সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক প্রভাষক জালাল উদ্দিন রুমী, রক্তাক্ত চিটি’র পরিচালক সৈয়দ রাশিদুল হক রুজেন, প্রমুখ। শুভেচ্ছা বক্তব্য রাখেন রক্তাক্ত চিটি’র নাট্যকার মোস্তাক আহমেদ। আলোচনা সভাশেষে শেষে রক্তাক্ত চিটি’র প্রদর্শনী হয়।