Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

সিলেটে চিকিৎসাধীন সাংবাদিক আব্দুল হালিমের শয্যা পাশে হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোেিসয়েশনের নেতৃবৃন্দ

স্টাফ রিপোর্টার ॥ ব্রেনস্ট্রোকে আক্রান্ত হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সাধারন সম্পাদক ও এটিএন বাংলা’র জেলা প্রতিনিধি আব্দুল হালিমকে গতকাল সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে দেখতে যান হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের নেতৃবৃন্দ। সাংবাদিকরা আব্দুল হালিমের চিকিৎসার খোজ খবর নেন। এ সময় টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের নেতৃবৃন্দরা টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের পক্ষ থেকে সাংবাদিক আব্দুল হালিমের চিকিৎসার জন্য তার বড় ভাই আব্দুল বাছিত, ডাঃ আব্দুল আলিম ও তার শ্যালক এমরানের হাতে নগদ ৫০ হাজার টাকা আর্থিক সাহায্য তুলে দেন। সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক এডঃ আমির হোসেন, হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি হারুনুর রশিদ চৌধরী, হবিগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি সায়েদুজ্জামান জাহির, আলমগীর খান সাদেক, টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের বর্তমান সভাপতি রাসেল চৌধুরী, সহ-সভাপতি আবু সালেহ মোঃ নুরুজ্জামান চৌধুরী শওকত, সাধারন সম্পাদক শরীফ চৌধুরী, সাবেক সাধারন সম্পাদক শ্রীকান্ত গোপ, মাই টিভির জেলা প্রতিনিধি মোশাহিদ আলম, এস এ টিভির জেলা প্রতিনিধি আব্দুর রউফ সেলিম, চ্যানেল এস এর সহকারী প্রতিনিধি সিরাজুল ইসলাম জীবন প্রমূখ।
উল্লেখ্য, গত সোমবার রাত ৩ টায় সাংবাদিল আব্দুল হালিম ব্রেনস্ট্রোকে আক্রান্ত হয়। পরে তাকে সিলেট ওসমানী ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে, টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সাধারন সম্পাদক আব্দুল হালিমের আশু রোগ মুক্তি কামনায় টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের উদ্যোগে গত বুধবার সন্ধ্যায় হবিগঞ্জ প্রেসক্লাবে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।