Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে গরু চোরের কান্ড!

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে এক গরু চোরের কান্ড। গরু চুরি করে রাতের আধারে পালিয়ে যাওয়ার সময় উপজেলার আউশকান্দি ইউনিয়নের পিঠুয়া সদরাবাদ গ্রামের সন্নিকটে রাস্তায় চোরাই একটি ষাড় সহ স্থানীয় লোকজনের কাছে ধরাশায়ী হয়। পরে জনতা গরুটি উদ্ধার করে গরুর মালিক আউশকান্দি ইউনিয়নের উলুকান্দি গ্রামের আলী আজগরের নিকট হস্তান্তর করে উত্তম মাধ্যম দিয়ে গরু চোর আব্দুল হালিমকে ছেড়ে দেয়। গরু চোর আব্দুল হালিম উপজেলার কুর্শি ইউনিয়নের দূর্লভপুর গ্রামের আব্দুল করিমের পুত্র বলে জানা গেছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার আউশকান্দি ইউনিয়নের উলুকাান্দি গ্রামের মোঃ ইউনুছ আলীর পুত্র মোঃ আলী আজগরের গোয়াল ঘর থেকে গত সোমবার দিবাগত রাতে একটি ষাড় চুরি করে পালিয়ে যাওয়ার সময় পিঠুয়া সদরাবাদ গ্রামের সন্নিকটে ভোর রাতে স্থানীয় জনতা তাকে আটক করে। এ সময় জনতার হাতে ধৃত গরু চোর আব্দুল হালিম তার নাম ঠিকানা পরিবর্তন করে নানা কৌশল অবলম্বন করে। এমনকি গরুটি তার নিজের ঘর থেকে নিয়েছে বলে জনতার সাথে বাকবিতন্ডায় লিপ্ত হলে এক পর্যায়ে জনতা তাকে চ্যালেঞ্জ করে খোজ খবর নিয়ে চোর সনাক্ত করেন। অবশেষে তাকে উত্তম মাধ্যম দিয়ে গরুটি উদ্ধার করে এবং জীবনে এ রকম অপরাধমূলক কর্মকান্ড করবেনা মর্মে মুচলেকা দিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়।