Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জ-হবিগঞ্জ সড়কের রসুল বাজারে অবৈধ পশুর হাট

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ পৌরসভার অতি সন্নিকটে নবীগঞ্জ-হবিগঞ্জ সড়কের পাশে রসুলগঞ্জ নতুন বাজারে হঠাৎ গজিয়ে উঠা অবৈধ একটি গরুর হাট বসানোর ফলে সর্বত্র বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। তবে অবৈধ পশুর হাট বসানোর সাথে জড়িতরা দাবী করেছেন সরকারীভাবে তাদেরকে ওই হাট বসানোর প্রাথমিক অনুমতি দেওয়া হয়েছে। তাদের এই বক্তব্যের স্বপক্ষে কোন কাগজপত্র দেখাতে পারেননি। এ ছাড়া সংশ্লিষ্ট দপ্তরও এ বিষয়ে কোন তথ্য দিতে পারেনি। এদিকে পৌর কর্তৃপক্ষ উপজেলা নির্বাহী অফিসারসহ বিভিন্ন দপ্তরে নবীগঞ্জ-হবিগঞ্জ সড়কের পাশে এবং পৌরসভার অতি সন্নিকটে উক্ত পশুর হাট বসার অনুমতি না দেয়ার দাবী জানিয়ে পত্র দিয়েছেন। স্থানীয় সুত্রে জানা যায়, নবীগঞ্জ পৌর শহরে (তৎকালীন সদর ইউনিয়ন) যুগ যুগ ধরে পশুর হাট চলে আসছে। নবীগঞ্জ শহরকে পৌরসভায়  রূপান্তর হওয়ার পর বাজারের সুবির্ধাতে ইজারাদার তার নিজস্ব ভুমিতে দীর্ঘদিন ধরে উপজেলার প্রধান পশুর হাট বসতো। সম্প্রতি পৌর কর্তৃপক্ষ কোটি টাকা ব্যয় করে পৌর শহরের ছালামতপুর এলাকায় পৌর পশু হাট নির্মাণ করা হয়েছে। গত কয়েক মাস ধরে ওই স্থানে পশুর হাট বসছে। এখান থেকে পৌরসভা বিরাট একটি রাজস্ব পেয়ে থাকেন। যা মোট রাজস্ব আয়ের ৪৫% হবে বলে সুত্রে জানা গেছে। সম্প্রতি একটি কুচক্রি মহল নিয়ম নীতির তোয়াক্কা না করে সরকারের অনুমতি ব্যতি রেখেই অবৈধভাবে পৌর এলাকার অতি সন্নিকটে রসুলগঞ্জ (নতুন) বাজারস্থ নবীগঞ্জ-হবিগঞ্জ সড়কের পাশে পশুর হাট বসানোর চেষ্টা করে আসছিল। গত বৃহস্পতিবার হঠাৎ করে ওই সড়কের পাশে পশুর হাট বসানোর ফলে এলাকায় বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। অপর একটি সুত্রে জানা যায়, রসুলগঞ্জ বাজার সংলগ্ন আঞ্চলিক ওই মহাসড়কের পাশে অবৈধ ওই পশুর হাটের সরকার অনুমোদন দিলে অথবা ওই অবৈধভাবে হাট বসালে শহরের প্রধান ইজারাদারদের ক্ষতির সম্ভাবনা বিদ্যমান। এতে যে কোন ধরনের রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা করছেন অনেকেই। এছাড়া বিগত ১৫ই আগষ্ট স্থানীয় সরকারের সিনিয়র সহকারী সচিব মুহাম্মদ ইকবাল হুসাইন স্বাক্ষরিত এক পত্র সুত্রে জানা যায়, শিক্ষা প্রতিষ্টানের মাঠ, খেলার মাঠ, রেললাইন ও সড়ক/ মহাসড়কের সন্নিকটসহ জনদূর্ভোগ সৃষ্টি হয় এমনস্থানে পবিত্র ঈদুল আযহার অস্থায়ী পশুর হাট না বসানোর জন্য সংশ্লিষ্ট দপ্তরে নির্দেশনা দেয়া হয়েছে। অথচ রসুলগঞ্জ বাজারস্থ ব্যস্থতম রাস্তার পাশে অবৈধ পশুর হাট বসিয়ে কতিপয় কিছু স্বার্থারনেস্বী মহল জনদূর্ভোগের সৃষ্টি করছে। কিন্তু প্রশাসন কার্যত কোন ভুমি রাখতে পারছে না বলে অভিযোগ রয়েছে। অপর দিকে গেল বৃহস্পতিবার ওই স্থানে অবৈধ পশুর হাট বসানোর ফলে গত ক’দিন ধরে শহরে নানা তোলপাড়সহ জনমনে বিভিন্ন প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। স্থানীয় লোকজন অনতিবিলম্বে উক্ত অবৈধ পশুর হাট না বসানোর জন্য কর্তৃপক্ষের নিকট জোর দাবী জানিয়েছেন।