Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযান ॥ ৫ জনকে সাজা

এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ পৌর শহরে রাস্তার উপর দাড় করে অবৈধভাবে ভ্যানগাড়ীতে কাপড়ের ব্যবসা করার অপরাধে ৪ ব্যবসায়ীকে ২ দিন করে কারাদন্ড ও ১ ডিম ব্যবসায়ীকে ৫শত টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল রবিবার সকালে ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার হোসেনের নেতৃত্বে মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়।
জানা যায়, নবীগঞ্জ পৌর শহরের নতুনবাজার মোড়ে অবৈধভাবে রাস্তা দখল করে ফুটপাতে কাপড়ের দোকান বসিয়ে ও ভ্যানগাড়ীতে করে রাস্তার উপর দাড়করিয়ে ব্যবসা করার অপরাধে পৌর এলাকার আনমুনু গ্রামের আব্দুল বারিক মিয়ার ছেলে তানভির আহমদ, উপজেলার দৌলতপুর গ্রামের হোসেন আলীর ছেলে জুলহাস মিয়া, বাহুবল উপজেলার মুদাহরপুর গ্রামের সুলতান মিয়ার ছেলে নুরুল ইসলাম ও আজমিরীগঞ্জ উপজেলার মায়ানগর গ্রামের আব্দুল মজিদ মিয়ার ছেলে ফয়সল মিয়াকে ২ দিন করে কারাদন্ড প্রদান করা হয়। পূর্বে সতর্ক করার পরও রাস্তা দখল করে থাকা ডিমের দোকান উচ্ছেদ না করার কারণে চুনারুঘাটের মৃত নরেন্দ্র দেব নাথের ছেলে ডিম বিক্রেতা ফনিভূষন দেবনাথকে ৫শত টাকা জরিমানা আদায় করা হয়। পরে আরোও কয়েকটি অবৈধ দখলীয় দোকান উচ্ছেদ করা হয়েছে। এছাড়া নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দেয়াল ঘেষা অবৈধ দোকানদারদের স্বস্ব উদ্যোগে দোকান সড়িয়ে নেয়ার জন্য কয়েক দিনের সময় দেয়া হয়েছে। এ সময় নবীগঞ্জ থানার এসআই আবুল খয়ের, ভুমি অফিসের প্রধান সহকারী আসফাকুজ্জামানসহ একদল পুলিশ উপস্থিত থেকে মোবাইল কোর্টকে সহযোগিতা করেন।