Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

খাগাউড়ায় হত্যা মামলার এক আসামী গ্রেফতার

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচঙ্গের খাগাউড়া গ্রাম থেকে ফজলু মিয়া হত্যার কান্ডের সাথে জড়িত থাকার অভিযোগে অলিউর রহমান (২৬) নামের এক যুবককে পুলিশ গ্রেফতার করেছে। গতকাল শনিবার বেলা ১ টার দিকে ওসি তদন্ত দেলোয়ার হোসেনের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে খাগাউড়া গ্রামে অভিযান চালিয়ে তার বাড়ি থেকে পুলিশ তাকে আটক করে। এ সময় পুলিশ তাকে মোটর সাইকেলে করে নিয়ে আসার সময় তার মা ও বোনসহ পরিবারের অন্যান্য নারী সদস্যরা পুলিশের কাছ থেকে জোরপূর্বক ছিনিয়ে নিয়ে যায়। পরে অলিউর রহমান দৌড় দিয়ে হাওরে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় এলাকাবাসী তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।
পুলিশ সূত্র জানায়, গত ৪ মে রাতে খাগাউড়া বড় শালুয়ার বন্দে ধানের খলার মধ্যে ঘুমিয়ে থাকা অবস্থায় কৃষক ফজলু মিয়াকে পূর্ব পরিকল্পিত ভাবে গলা কেটে হত্যা করে যুদ্ধাপরাধী মামলার স্বাক্ষী একে এম আজাদ ওয়ায়েশ গংদেরকে ফাসানের জন্য। যাতে স্বাক্ষিরা ঢাকায় গিয়ে স্বাক্ষী না দিতে পারে। এ হত্যার কান্ডের ঘটনায় পরবর্তীতে পুলিশ একই গ্রামের হাম্মাদ মিয়াকে ১৮ মে ও ১৯ মে সাবেক মেম্বার মদরিছ মিয়াকে গ্রেফতার করে। হাম্মাদ মিয়াকে গ্রেফতার করার পর সে পুলিশের কাছে স্বীকারোক্তি মুলক জবানবন্দি দেয় যে ফজলু মিয়া হত্যাকান্ডে সময় একই গ্রামের অলিউর রহমান, জয়ধর মিয়া, সেবেজুর মিয়া, রমজান মিয়া গংরা ঘটনাস্থলে ছিল এবং তাদের দ্বারাই ফজলু মিয়া খুন হয়েছেন। এর প্রেক্ষিতে গতকাল দুপুরে বানিয়াচঙ্গ ওসি তদন্ত দেলোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এদিকে অলিউর রহমান গ্রেফতার হওয়ার পর গ্রামের মানুষের মধ্যে গুঞ্জন শুরু হয় ফজলু মিয়া হত্যাকান্ডের সাথে আরো প্রভাবশালী ব্যক্তি জড়িত রয়েছে।