Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

শায়েস্তাগঞ্জে যাত্রী ছাউনি ভূমিখেকোদের দখলে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ এলাকার যাত্রী ছাউনিটি অবৈধ ভূমিখেকোদের দখলে চলে গেছে। দীর্ঘদিন ধরে এটি দখল করে প্রভাবশালী মহল ব্যবসা বাণিজ্য করছে। শুধু তাই নয়, এর আশেপাশ দখল করে ছোট ছোট দোকান বসিয়ে ভাড়া নেয়া হচ্ছে। এ নিয়ে হকার ও ব্যবসায়ীদের মাঝে প্রায়ই সংঘর্ষের ঘটনা ঘটছে। ওই স্থান থেকে হাজার হাজার যাত্রী প্রতিদিন ঢাকা-সিলেট, চট্টগ্রাম, কুমিল্লাসহ বিভিন্ন জেলায় যাতায়াত করে থাকেন। কিন্তু এটি দখলের ফলে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়ছেন। অনেকে রোদ, বৃষ্টির সময় সেটি ব্যবহার করতে পারছেন না। বৃষ্টির সময় তাড়াহুড়া করে গাড়িতে উঠতে গিয়ে দূর্ঘটনায় পতিত হতে হচ্ছে যাত্রীদেরকে।
বিভিন্ন গাড়ির স্টাফরা জানান, যাত্রী ছাউনিটি দখলের ফলে যাত্রীরা সেখানে অবস্থান করতে পারছে না। কাঁদা মাড়িয়ে গাড়িতে উঠতে হয় তাদের। গতকাল সরজমিনে গিয়ে দেখা যায়, চুনারুঘাট উপজেলার কুটিরগাও গ্রামের আব্দুস সালামের পুত্র ফয়জুর রহমান যাত্রী ছাউনিটি দখল করে ব্যবসা করছেন। তাছাড়া এরপাশে বেশ কয়েকটি ছোট দোকান নির্মাণ করে ভাড়া দিচ্ছেন। ভাড়ার টাকা তুলাসহ দেখভাল করছে উবাহাটা গ্রামের মানিক ড্রাইভার। স্থানীয়রা জানান, এটি দখলের ফলে যাত্রীসহ সাধারণ মানুষের ভোগান্তি বেড়েছে। দীর্ঘদিন ধরে এটি দখলে থাকলেও প্রশাসনের পক্ষ থেকে কোন ব্যবস্থা নেয়া হচ্ছে না।