Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

প্রশিক্ষণের মাধ্যমে তৈরি হবে সাকিব মুশফিক ও নাজমুলের মত ক্রিকেটার’

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ থেকে নাজমুলের মত আরও জাতীয় ক্রিকেটার সৃষ্টি এবং সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমের মত ক্রিকেটার তৈরির উদ্যোগ নিয়েছে জেলা ক্রীড়া সংস্থা। ক্ষুদে ক্রিকেটার বাছাই করে দীর্ঘ মেয়াদী প্রশিক্ষণের মাধ্যমে এ ধরনের ক্রিকেটার তৈরির পাশাপাশি জেলার বয়স ভিত্তিক দলগুলোকেও শক্তিশালী করার উদ্যোগ নেয়া হয়েছে। জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট কমিটি এ লক্ষ্যে শুক্রবার সকালে আধুনিক স্টেডিয়ামে এক উন্মুক্ত ট্রায়ালের আয়োজন করে। অনুর্ধ ১২, ১৪, ১৬ ও ১৮ দলে সুযোগ পেতে ৫ শতাধিক ক্রিকেটার ট্রায়ালে অংশ নেন। সেখান থেকে নির্বাচিত ক্রিকেটরাদের দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ প্রদান করা হবে। যারা ভাল করবেন তাদেরকে নিয়ে গঠন করা হবে জেলার বয়স ভিত্তিক দল। শুক্রবার ট্রায়াল কার্যক্রমের উদ্বোধন করেন জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক ফরহাদ হোসেন কলি। এ সময় উপস্থিত ছিলেন, ক্রিকেট কমিটির সাধারন সম্পাদক আমিনুর রশীদ এমরান, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম-সম্পাদক বদরুল আলম, কোষাধ্যক্ষ এডঃ শাহ ফখরুজ্জামান, সদস্য আব্দুল মোতালিব মমরাজ, শংখ শুভ্র রায়, মঈন উদ্দিন তালুকদার সাচ্চু, হুমায়ুন কবির চৌধুরী শাহেদ, ইব্রাহিম খলিল সোহেল ও প্রশিক্ষক দেলোয়ার হোসেন ঝন্টু।