Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বাহুবলে প্রবাসীর বাড়িতে ডাকাতি ॥ আটক ১ ॥ স্বর্ণালঙ্কারসহ ৪ লক্ষাধিক টাকার মালামাল লুট

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলের পশ্চিম ভাদেশ্বর গ্রামের প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতদলের সদস্যরা গৃহকর্তা ও তার স্ত্রীকে বেঁধে রেখে নগদ টাকা, স্বর্ণালংকার, মোবাইল ফোন সেট সহ প্রায় ৪ লক্ষাধিক টাকার মালামাল লুট করেছে। গত বুধবার রাতে এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় গতকাল বৃস্পতিবার বেলা ২টার দিকে জড়িত থাকার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ।
এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, বাহুবল উপজেলার পশ্চিম ভাদেশ্বর গ্রামের সমশর উল্লার তিনপুত্র দুবাই দেশে কর্মরত। বাড়িতে সমশর উল্লা স্ত্রী-কন্যা নিয়ে বসবাস করেন। কিছু দিন পূর্বে তার বিবাহিত তিন কন্যা বাড়িতে বেড়াতে আসেন। এ অবস্থায় গত বুধবার (১০ সেপ্টেম্বর) রাত ২টার দিকে ১৩/১৪ সদস্যের একদল ডাকাত সমশর উল্লার বাড়ির বাউন্ডারীর গেইট ও বরান্দার গেইটের তালা এবং দরজার সিটকিনী ভেঙে ঘরে প্রবেশ করে। এ সময় ডাকাতদলের সদস্যরা গৃহকর্তা সমশর উল্লা ও তার স্ত্রী ফুলবানুকে বেঁধে রেখে প্রায় ৮ ভরি ওজনের স্বর্ণালংকার, ৩টি মোবাইল সেট সহ ৪ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নেয়। গৃহকর্তা সমশর উল্লা জানান, তারা ডাকাতদলের সদস্যদের মধ্যে একজনকে চিনতে পেরেছেন। এ ব্যাপারে বাহুবল থানায় মামলা দায়ের করা হয়েছে।
এদিকে, গতকাল বৃহস্পতিবার বেলা ২টার দিকে বাহুবল মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে জনতার সহযোগিতায় এজাহারভূক্ত আসামী পশ্চিম ভাদেশ্বর গ্রামের আইয়ূব আলীর পুত্র কুতুব আলী (৩০) কে আটক করে।
এ ব্যাপারে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোশাররফ হোসেন পিপিএম বলেন, ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে কুতুব আলীকে গ্রেফতার করা হয়েছে। সে চিহ্নিত অপরাধী। পুলিশ তাকে খুজছিল। তাকে জিজ্ঞাসাবাদে ডাকাতদলের অপর সদস্যের তথ্য পাওয়া যেতে পারে বলে তিনি জানান।