Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

চুনারুঘাট থানা পুলিশকে এবি ব্যাংকের পিকআপ হস্তান্তর

চুনারুঘাট প্রতিনিধি ॥ পাহাড় ও চা অধ্যুষ্যিত চুনারুঘাটের আইন শৃংখলা নিয়ন্ত্রনে রাখতে পুলিশকে আরো তড়িৎ ব্যবস্থা গ্রহণে এবি ব্যাংকের উদ্যোগে চুনারুঘাট থানা পুলিশকে একটি ভ্যানগাড়ি হস্তান্তর করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে থানা প্রাঙ্গনে চাবি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এবি ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর মশিউর রহমান চৌধুরী। হবিগঞ্জ পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র’র সভাপতিত্বে ও চুনারুঘাট অফিসার ইনচার্জ অমূল্য কুমার চৌধুরীর পরিচালনায় পিকআপ ভ্যান গাড়ি হস্তান্তর অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এবি ব্যাংকের এস-ই ডি পি মাহবুব-ই সোবানি, হবিগঞ্জ জজ কোর্টের পিপি এডঃ এম আকবর হোসেন জিতু, উপজেলা চেয়ারম্যান আবু তাহের, পৌর মেয়র নাজিম উদ্দিন সামছ,ু সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর, জেলা কমিটিনি পুলিশিং আহবায়ক এডঃ আবুল খায়ের, এনটিসির ডিজিএম আঃ আউয়াল, সার্কেল দক্ষিণ সাজ্জাদ ইবনে রায়হান, চুনারুঘাট প্রেসক্লাবের সভাপতি মোঃ কামরুল ইসলাম। এতে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, ভাইস চেয়ারম্যান লুৎফর রহমান মহলদার, কৃষি অফিসার মোঃ জালাল উদ্দিন, সদর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ লিয়াকত হাসান, মাধ্যমিক শিক্ষা অফিসার সামছুল ইসলাম, শানখলা ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম, মিরাশী ইউপি চেয়ারম্যান আইয়ূব আলী, দেওরগাছ ইউপি চেয়ারম্যান চৌধুরী শামচ্ছুন্নাহার, দেউন্দি বাগানের ব্যবস্থাপক রিয়াজ উদ্দিন, লাল চান্দ বাগানের ব্যবস্থাপক ইসকান্দর চৌধুরী, সাংবাদিক ফারুক মাহমুদ, চানপুর ও চন্ডিছড়ি ব্যবস্থাপক প্রমুখ।
সভা শেষে এবি ব্যাংকের ম্যানিজিং ডিরেক্টর মশিউর রহমান চৌধুরী জেলা পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র ও চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ অমূল্য কুমার চৌধুরী হাতে পিকআপ ভ্যানের চাবি হস্তান্তর করেন।