Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মহাসড়কে সিএনজি চলাচলের দাবীতে নবীগঞ্জে মানব বন্ধন

নবীগঞ্জ প্রতিনিধি ॥ ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজি অটোরিকশা চলাচলের দাবীতে মানব বন্ধন করেছে নবীগঞ্জ উপজেলা সিএনজি মালিক ও শ্রমিক ইউনিয়ন। গতকাল বৃহস্পতিবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি কিবরিয়া চত্ত্বরে এ মানব বন্ধন অনুষ্ঠিত হয়। মানব বন্ধনে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ সিএনজি আন্দোলন কমিটির সভাপতি দিলশাদ মিয়া, সাধারন সম্পাদক মোঃ অনু মিয়া, আউশকান্দি সিএনজি অটোরিকশা মালিক সমিতির সভাপতি মোঃ খালেদ আহমদ জজ, সদরঘাট নতুন বাজার সিএনজি স্ট্যান্ডের সভাপতি মোঃ বকুল মিয়া, পানিউমদা স্ট্যান্ডের সভাপিত মুহিত মিয়া, আইনগাঁও স্ট্যান্ডের সভাপতি হান্নান মিয়া, জনতার বাজার স্ট্যান্ডের ম্যানেজার লুৎফুর রহমান, এ আর এনামুল, সিএনজি শ্রমিক মিনার আলী, খাউছ মিয়া, শাহ মহন, শাহ আনাস আলী, আবুল কাশেম, ইমরুল মিয়া, শাহ আতাউর, শেখ তালেব উদ্দিন, কাজী ফজলু, আলী আকবর, আল আমীন, শিমুল মিয়া, তাহের মিয়া, শাহ আনছার, মদচ্ছির মিয়া, মোঃ রুহেল মিয়াসহ উপজেলার বিভিন্ন স্ট্যান্ডের সিএনজি শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সদরঘাট স্ট্যান্ডের শ্রমিকরা বিক্ষোভ মিছিল করে উক্ত মানব বন্ধনে যোগ দেয়।
মানব বন্ধনে শ্রমিক নেতারা বলেন, মহা সড়কে সিএনজি অটোরিকশার চলাচল করতে না দিলে হাজার হাজার খেটে খাওয়া সিএনজি শ্রমিকদের পরিবার রাস্তায় নেমে পড়বে। তাই প্রধানমন্ত্রীর নিকট সিএনজি শ্রমিকদের দাবী উক্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করে আগের মতো সিএনজি অটোরিকশা চলাচলে প্রধানমন্ত্রী ও যোগাযোগ মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করা হয়।