Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মাধবপুরে জরিনা হত্যা মামলার আসামীরা খালাস

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার কড়রা গ্রামের ফরিদ মিয়ার স্ত্রী জরিনা খাতুন হত্যা মামলার ৭ আসামী বেখসুর খালাস পেয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে হবিগঞ্জের জেলা ও দায়রা জজ আতাব উল্লা এই আদেশ দেন। আদালত সূত্রে জানা যায়, ২০১০ সালের ১৫ অক্টোবর রাত ৮টার দিকে এনজিও ইনভেডারের কিস্তি সংগ্রহ করতে বাড়ী থেকে বের হন। কিন্তু রাতে আর ফেরেননি। পরদিন ভোর বেলা  মনির হোসেন এর গাছ বাগান থেকে জরিনার লাশ পাওয়া যায়। এই ঘটনায় জরিনার মা আকিব চাঁন বাদী হয়ে মাধবপুর থানায় অজ্ঞাত আসামী দিয়ে মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই খায়রুজ্জামান ৭জনকে আসামী করে অভিযোগ পত্র দাখিল করলে ১৬ জনের স্বাক্ষ্য গ্রহণ শেষে গতকাল জেলা ও দায়রা জজ আতাব উল্লা এই রায় দেন। মামলা পরিচালনা করেন সিনিয়র আইনজীবি অ্যাডভোকেট আবুল খায়ের ও অ্যাডভোকেট সুফি মিয়া। বেখসুর খালাসপ্রাপ্ত আসামীরা হলেন, মাধবপুর উপজেলার বেঙ্গাডুবা গ্রামের সাহাব উদ্দিন, জিয়া উদ্দিন, হাফেজ মিয়া, শিহাব মিয়া, সোহাগ ওরপে মুকিত চৌধুরী, জাহেদ মিয়া ও শামীম মিয়া।