Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

সাতকাপন ইউপির প্যানেল চেয়ারম্যান পদে নির্বাচন দু’প্রার্থীর ভোট সামান

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবল উপজেলার সাতকাপন ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান নির্বাচনে দুই প্রার্থী সমান সংখ্যক ভোট পেয়েছেন। ফলে আগামী বৃহস্পতিবার ওই দু’প্রার্থীর পক্ষে পূনরায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। গতকাল সোমবার বিকেল ৩টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
উপজেলার সাতকাপন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুর রেজ্জাক আগামী সপ্তাহে হজ্বব্রত পালনের উদ্দেশ্যে সৌদি আরব গমন করবেন। ইতোপূর্বে ওই ইউনিয়ন পরিষদে প্যানেল চেয়ারম্যান নির্বাচন না হওয়ায় তার অবর্তমানে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন নিয়ে জটিলতা দেখা দেয়। এ অবস্থায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম প্যানেল চেয়ারম্যান নির্বাচনের উদ্দেশ্যে গতকাল সোমবার বিকেল ৩টায় তারই কার্যালয়ে গোপন ব্যালটে ভোট গ্রহণের আয়োজন করেন। উক্ত পদে আব্দুল জব্বার (৪নং ওয়ার্ড), শফিকুল ইসলাম (৫নং ওয়ার্ড), সিরাজুল ইসলাম (৬নং ওয়ার্ড) ও আরজু মিয়া (৭নং ওয়ার্ড) প্রার্থী হন। উক্ত নির্বাচনে প্রার্থীরা ছাড়াও চেয়ারম্যান মোঃ আব্দুর রেজ্জাক, সংরক্ষিত মহিলা মেম্বার দিলারা আক্তার শিউলী, ফুলবানু ও সালমা আক্তার এবং সাধারণ ওয়ার্ডের মেম্বার এখলাছ মিয়া, আব্দুল হাই, মোশাহিদ মিয়া ও আবিদ আলী ভোটাধিকার প্রয়োগ করেন। ওয়ারেন্টভূক্ত আসামী হওয়ায় ৩নং ওয়ার্ড মেম্বার জয়নাল আবেদীন ভোটদান থেকে বিরত থাকেন। ফলাফলে আব্দুল জব্বার ৪ ভোট, শফিকুল ইসলাম ১ ভোট, সিরাজুল ইসলাম ৩ ভোট ও আরজু মিয়া ৪ ভোট লাভ করেন। আব্দুল জব্বার ও আরজু মিয়ার মাঝে প্রাপ্ত ভোটের সংখ্যা সমান হওয়ায় উপজেলা নির্বাহী অফিসার সমঝোতায় বিজয়ী ঘোষণার উদ্যোগ নেন। কিন্তু উভয় প্রার্থী সমঝোতায় পৌঁছতে ব্যর্থ হওয়ায় এ দু’জনের পক্ষে আগামী বৃহস্পতিবার একই সময় একই স্থানে পূনরায় ভোট গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলামের তত্ত্ববধানে অনুষ্ঠিত নির্বাচন পর্যবেণ করেন উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল হাই, বাহুবল উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ হোসেন শাহ ও মডেল প্রেস কাব সভাপতি নূরুল ইসলাম নূর প্রমুখ।