Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মাধবপুরে নারী চা শ্রমিক সমাজচ্যুত ॥ ইজ্জত হরণ করেছে এক লম্পট

স্টাফ রিপোর্টার, মাধবপুর থেকে ॥ মাধবপুর উপজেলার নোয়াপাড়া চা বাগানের এক নারী শ্রমিককে ৫ দিন ধরে সমাজচ্যুত করে রেখেছে চা বাগানের সমাজপতিরা। নিরূপায় হয়ে অসহায় নারী শ্রমিক বাগানের এক মহিলা ইউপির সদস্যেও ঘরে আশ্রয় নিয়েছে। চা বাগানের স্থানীয় লোকদের সঙ্গে কথা বলে জানা গেছে, নোয়াপাড়া চা বাগানের সাবেক ইউপি সদস্য অতীত রেলির অবিবাহিত পুত্র ব্যবসায়ী বিষ্ণু রেলি (২০) গত ৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাতে চা বাগানের নতুন টিলায় মানসিক রোগী মনি তেলেঙ্গার ঘরে ডুকে তার স্ত্রীকে ফুসলিয়ে ইজ্জত হরণ করে। এ ঘটনা মনি তেলেঙ্গার জ্ঞাতি গোষ্ঠিরা দেখতে পেয়ে লম্পট বিষ্ণু রেলিকে হাতে নাতে ধরে ফেলে উত্তম মধ্যম দেয়। চা বাগানের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য শ্যামল বোর্নাজি জানান, অতিত রেলির ছেলে বিষ্ণুর সঙ্গে মনি তেলেঙ্গার স্ত্রীর গত ৬ মাস ধরে সম্পর্কের গুঞ্জন ছিল। বৃহস্পতিবার রাতে অনৈতিক কাজ করতে গিয়ে বিষ্ণু রেলি ধরা পড়ে। এ ঘটনা চা বাগানে ছড়িয়ে পড়লে শুক্রবার সকালে সমাজপতি সুকলাল তেলেঙ্গার সভাপতিত্বে এক শালিস বৈঠক অনুষ্ঠিত হয়। শালিস বৈঠকে সমাজপতিরা সিদ্ধান্ত দেয় ইজ্জত হারানো নারী চা শ্রমিককে বিষ্ণু রেলি বিয়ে করবে। কিন্তু সমাজপতিদের এই সিদ্ধান্ত মেনে নেয়নি বিষ্ণু রেলি। চা বাগানের সভাপতি শাবন সাঁওতাল বলেন, নারী চা শ্রমিককে নষ্ট অপবাদ দিয়ে তেলেঙ্গা গোত্রের সমাজপতিরা ইজ্জত হরণের শিকার নারী চা শ্রমিককে সমাজচ্যুত করে ঘর থেকে বের করে দিয়েছে। সংসার ও সমাজচ্যুত নারী চা শ্রমিক বাগানের ইউপি সদস্য কুন্তি চাষার ঘরে আশ্রয় নিয়েছে। ইজ্জত হরণের শিকার নারী চা শ্রমিক জানান, বিষ্ণু রেলি বিয়ে করার আশ্বাস দিয়ে তার সঙ্গে সম্পর্ক স্থাপন করে তার সর্বনাশ করেছে। এখন তার কারণে সমাজ সংসার থেকে বিচ্যুত হয়েছে। এখন তার মরন ছাড়া কোনো উপায় নেই। অভিযুক্ত বিষ্ণু রেলি বলেন, তেলেঙ্গা পাড়ায় মনি তেলেঙ্গার ঘরে তার স্ত্রীর নিকট পাওনা টাকা চাইতে গিয়ে বিপুল, জীবন, রুবেল, ময়নাল, মিটু,বাবু, গনেশ তেলেঙ্গা তাকে সারা রাত বেধে মারপিট করে মিথ্যা অপবাদ দিয়েছে।