Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে আশরাফ আলী ফ্রিজ টুর্নামেন্টে নবীগঞ্জ একাদশ ১-০ গোলে চ্যাম্পিয়ান

প্রেস বিজ্ঞপ্তি ॥  গ্রামবাংলার জনপ্রিয় খেলা ফুটবল উম্মাদনায় মেতে উঠেছিল গতকাল শনিবার বিকালে নবীগঞ্জ উপজেলার কাজির বাজারের ফুটবল মাঠ। প্রায় ৫০ হাজার দর্শক এর উপস্থিতি ঘটে উক্ত টুর্নামেন্টে। বিগত একমাস যাবৎ কাজির বাজার মাঠে আশরাফ আলী নাজমুল ফ্রিজ ফুটবল টুনামেন্ট ২০১৫ চলে আসছিলো। গতকাল শনিবার ছিল ফুটবল টুনামেন্টের ফাইনাল খেলা। ফাইনাল খেলায় অংশ গ্রহন করেন নবীগঞ্জ ইউনাইটেড ফুটবল ক্লাব বনাম নাদামপুর ফুটবল একাদশ। উভয় দলেই নাইজেরিয়ান দুইজন ফুটবলার খেলায় অংশ গ্রহন করেন। খেলার প্রথমার্ধের ৪০ মিনিটের মাথায় নবীগঞ্জ ইউনাইটেড ক্লাবের উজ্জলের গোলে ১-০ তে এগিয়ে যায়। পরে উভয় দলই খেলার আক্রমন-পাল্টা আক্রমনে মাতিয়ে তোলে ফুটবল মাঠ। ৯০ মিনিটের খেলায় আর কোন গোল না হওয়ায় ১-০ গোলে নবীগঞ্জ ইউনাইটেড ফুটবল ক্লাব চ্যাম্পিয়ানের গৌরব অর্জন করে। খেলা শেষে বিজয়ী দলের ম্যানাজার ওহি দেওয়ান চৌধুরীর হাতে ফ্রিজের চাবি তুলে দেন প্রধান অতিথি হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ডাঃ মুশফিক হোসেন চৌধুরী ও বিশেষ অতিথি নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আলমগীর চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন, ২নং ভাকৈর ইউনিয়নের চেয়ারম্যান মেহের আলী মালদার, ইনাতগঞ্জ ইউপি চেয়ারম্যান আব্দুল বাতেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ মিলু, সাবেক চেয়ারম্যান আক্তার হোসেন ছুবা, সাবেক চেয়ারম্যান আশিক মিয়া, স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আমিনুর রহমান চৌধুরী সুমন, সমকাল প্রতিনিধি এম এ আহমদ আজাদ, এম মুজিবুর রহমান, ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ধর্মজিৎ সিনহা, এনটিভির নবীগঞ্জ প্রতিনিধি মহিবুর রহমান চৌধূরী তছনু, লন্ডন প্রবাসী সমাজ সেবক আকিকুর রহমান আকিক, সার্কেল কম্পিউটার শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালক সাইফুর রহমান খান ও অপু চৌধুরী প্রমূখ। খেলা পরিচালনা করেন সাবেক কৃতি ফুটবলার মহিবুর রহমান। খেলায় ধারাভাষ্য দেন ছাদিকুর রহমান ছাদিক ও আলী হোসেন রানা। পরে প্রধান অতিথি মাঠে দর্শক দেখে অভিভূত হয়ে আগামী মাসে ওই মাঠে আরো একটি গোল্ড কাপ এর ঘোষনা দেন।