Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মাধবপুরে পল্লী পশু চিকিৎসক জিয়াউদ্দিন হত্যার ঘটনায় আটক ৪ জনকে জেল হাজতে প্রেরণ

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে ভূমি নিয়ে পূর্ব বিরোধের জের ধরে সংঘর্ষে পল্লী পশু চিকিৎসক জিয়া উদ্দিন (৫৫) নিহত হওয়ার ঘটনায় গেফতারকৃত ৪ জনকে জেল হাজতে প্রেরন করা হয়েছে। রবিবার দুপুরে মাধবপুর থানা পুলিশের একটি টিম তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করেন। শনিবার রাতেই মাধবপুর থানা পুলিশ জিয়া উদ্দিন হত্যার সাথে জরিত থাকার অভিযোগে ৪ জনকে আটক করে।
স্থানীয় ও পুলিশ সুত্রে জনা যায়, উপজেলার চৌমুহনী ইউনিয়নের কালিকাপুর গ্রামের মৃত নুরুল হকের পুত্র পল্লী পশু চিকিৎসক জিয়া উদ্দিন ও একই গ্রামের মৃত কেরামত আলীর পুত্র আফজল মিয়ার মধ্যে দির্ঘ দিন যাবত ভূমি নিয়ে বিরোধ চলে আসা অবস্থায় প্রায় ৭/৮ বছর পূর্বে রাতের আদারে আফজল নামে এক ব্যক্তি খুন হয়। তার পরেও তাদের মধ্যে বিরোধ মিটেনি। এ বিরোধের জের ধরে শনিবার বিকেলে উভয় পক্ষের সংঘর্ষ হয়। এতে সালা উদ্দিন (৩৫), জসিম উদ্দিন (২৮), দুধ মিয়া (৪৫)সহ প্রায় ১০ জন আহত হয়েছে। আশংকা জনক অবস্থায় জিয়া উদ্দিনকে হাসপাতালে নেয়ার পথে সে মারা যায় বলে পুলিশ জানায়। পুলিশ জিয়া উদ্দিনের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রবিবার দুপুরে হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরন করেছে। এ ঘটনার সাথে জড়িত থাকার দায়ে থানার অফিসার ইনচার্জ মোল্লা মনির হোসেন ও উপ-পরিদর্শক সামস-ই-তাব্রিস এর নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে সাইফুল ইসলাম সুমন (৩২), আলফত আলী (৫০), মুসলিম মিয়া (৩৭), রুবি বেগম (৩২) কে শনিবার রাতে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে গ্রেফতার করে। থানার অফিসার ইনচার্জ মোল্লা মনির হোসেন বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন। এ ব্যাপারে নিহতের ছেলে জসিম উদ্দিন বাদী হয়ে সাইফুল ইসলাম সুমনকে প্রধান আসামি করে ১৭ জনের নাম উল্লেখ করে মাধবপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। এদিকে ময়না তদন্তের পর রবিবার রাতেই জিয়া উদ্দিনের লাশ দাপন করা হবে বলে নিহতের পারিবারিক সুত্রে জানায়।