Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত

নবীগঞ্জ প্রতিনিধি ॥ যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্য আর উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে গত শনিবার নবীগঞ্জে পালিত হয়েছে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উৎসব। ওই দিন বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ নবীগঞ্জের উদ্যোগে নানা অনুষ্ঠানের আয়োজন করেছে। শনিবার সকালে নবীগঞ্জ গৌবিন্দ্র জিউড় আখড়া থেকে শহরে বের করা হয় বিশাল শোভাযাত্রা। কয়েক হাজারেরও বেশী ভক্তবৃন্দের অংশ গ্রহনে উৎসব মুখর হয়ে উঠে শোভাযাত্রাটি। এছাড়া রামকৃষ্ণ সংঘ, লোকনাথ সংঘ, সৎ সংঘ, শিবপাশা, গয়াহরি, দৌলতপুর, হলিমপুর, ভুবির বাক, রিফাতপুর ও তিমিরপুর থেকেও র‌্যালী সহকারে অংশ গ্রহন করায় শোভাযাত্রাটি প্রাণবন্ত হয়ে উঠে। সারা শহর প্রদক্ষিণ শেষে নবীগঞ্জ গৌবিন্দ্র জিউড় আখড়ায় এসে শেষ হয়। কোল-করতাল, শংখ আর উলুধ্বনির তরঙ্গে সবাই উদ্ভাসিত হন। উক্ত শোভাযাত্রায় অংশ গ্রহন করেন সাবেক এমপি আলহাজ্ব শেখ সুজাত মিয়া, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর চৌধুরী, পৌর মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী, মিহির কুমার রায় মিন্টু, নিখিল আচার্য্য, হরেকৃষ্ণ চক্রবর্ত্তী, সুবিনয় কর, সুখেন্দু রায় বাবুল, বাবুল চন্দ্র দাশ, অশোক তরু দাশ, পূর্ণব্রত ধর, নারায়ন রায়, প্রজেশ রায় নিতন, রঙ্গ লাল রায়, প্রমথ চক্রবর্ত্তী বেনু, শংকর দেব, পবিত্র বনিক, বিধান ধর, অমলেন্দু সুত্রধর, কান্তি দাশ, মৃদুল রায়, পিন্টু রায়, সাইফুল জাহান চৌধুরী, ছাবির আহমদ চৌধুরী, সন্তোষ দাশ, মোস্তাক আহমদ মিলু, নিমর্লেন্দু দাশ রানা, নীলকন্ঠ দাশ নন্টি, অঞ্জন পুরকায়স্থ, রঞ্জিত চক্রবর্ত্তী নান্টু, সমিরন চক্রবর্ত্তী, রতœদ্বীপ দাশ রাজু, স্বপন বিশ্বাস ও প্রনব দেব প্রমূখ।