Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

১৫১ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

এক্সপ্রেস রিপোর্ট ॥ আগামী জাতীয় সংসদ নির্বাচনে এবার ১৫১ জন প্রার্থী বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হযেছেন। শুক্রবার ছিল মনোনয়নপত্র প্রত্যাহরের শেষ দিন। শেষ সময়ে মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন ২৯৭ জন।
শনিবার সকালে নির্বাচন কমিশন যে প্রাথমিক তালিকা করেছে, তাতে ১৫১ আসনে একক প্রার্থী দেখা যায়। ঘোষিত তফসিলে নির্বাচন হলে এই ১৫১ আসনে কোনো ভোটের আয়োজন করতে হবে না নির্বাচন কমিশনকে। শরীয়তপুর, চাঁদপুর ও রাজবাড়ী জেলার সব ক’টি আসনে একক প্রার্থী রয়েছে।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী বিনাপ্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগের ১২৮ জন, জাতীয় পার্টির ১৮ জন, জাতীয় পার্টি-জেপি’র ১ জন, ওয়ার্কার্স পার্টির ২ জন ও জাসদের ৩ জন রয়েছেন।
প্রার্থীতা প্রত্যাহার করে নিয়েছেন আওয়ামী লীগের ৪৪ জন, জাতীয় পার্টির ১৪৯ জন, জাতীয় পার্টি-জেপি ১৫ জন, ইসলামী ফ্রন্ট বাংলাদেশ ১ জন, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ১০ জন, খেলাফত মজলিস ২জন, বাংলাদেশ তরিকত ফেডারেশন ৬জন, ন্যাশনাল আওয়ামী পার্টি ৩জন, বিএনএফ ৬জন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ৭ জন, জাসদ ১৯ জন, স্বতন্ত্র ৩১ জন এবং অন্যান্য ৪ জন।