Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে চয়ন হত্যা মামলার আসামী আইয়ূম গ্রেফতার

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জের চৌকি গ্রামের চয়ন হত্যা মামলার সন্দেহভাজন পলাতক আসামী আইয়ুম আলী (৪৭)কে গ্রেফতার করে পুলিশ। গতকাল শনিবার ভোর রাতে বানিয়াচং থানা পুলিশের সহযোগিতায় ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ীর ইনর্চাজ এস আই ধর্মজিত সিনহার নেতৃত্বে একদল পুলিশ বানিয়াচং থানার কালাডোবা এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আইয়ুব আলী দৌলতপুর গ্রামের মৃত আপ্তর আলীর ছেলে। ঘটনার পর থেকে আত্মগোপনে ছিল।
উল্লেখ্য, সম্প্রতি নবীগঞ্জ উপজেলার বড় ভাকৈর (পশ্চিম) ইউপির চৌকি গ্রামে এসে পাশ্ববর্তী বানিয়াচং থানার দৌলতপুর গ্রামের একদল লোক চয়ন দাশের বাড়িতে হামলা চালায়। এতে চয়ন দাশসহ বেশ ক’জন গুরুতর আহত হয়। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চয়নের মৃত্যু ঘটে। এ ঘটনায় নিহত চয়নের পরিবার নবীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে এজাহার নামীয় আসামীসহ অজ্ঞাতনামা আসামীরা আত্মগোপনে চলে যায়। পুরুষ শুন্য হয়ে পড়ে দৌলতপুর গ্রাম। পুলিশ এজাহার নামীয় আসামীদের গ্রেফতার করতে না পারলেও সন্দেহভাজন আসামী হিসেবে আইয়ুব আলী ছাড়াও আরো একজনকে গ্রেফতার করেছিল পুলিশ।