Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

১১ দফা দাবীতে বানিয়াচংয়ে সিপিবি-বাসদের জনসভা বক্তারা ॥ লুটপাটের বেলায় আ.লীগ বিএনপি সমানে সমান

প্রেস বিজ্ঞপ্তি ॥ বানিয়াচংয়ে সিপিবি-বাসদের জনসভায় বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান বলেছেন, ভাত-কাপড়-জমি-শিক্ষা-চিকিৎসা-কাজ মানুষের এই ৬টি মৌলিক অধিকারের নিশ্চয়তা ছাড়া গণতন্ত্র হয়না। ৪৩ বছর ধরে যারা দেশ পরিচালনা করছে তারা মানুষের এই অধিকার গুলো নিশ্চিত করতে পারেনি। একই সভায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড সৈয়দ আবু জাফর আহমেদ বলেছেন, ক্ষমতায় টিকে থাকা এবং ক্ষমতায় যাবার জন্য আওয়ামীলীগ-বিএনপি একে অপরের বিরুদ্ধাচরণ করলেও লুটপাটের বেলায় তারা এক। এই লুটপাটতন্ত্রের অবসান ঘটাতে সমাজতন্ত্র কায়েমের লক্ষ্যে আওয়ামীলীগ-বিএনপি’র নেতৃত্বাধীন জোট-মহাজোটকে বর্জন করে বাম গণতান্ত্রিক উদারনৈতিক শক্তিকে গ্রহণ করতে হবে। গতকাল শনিবার বিকালে বানিয়াচং শহীদ মিনার প্রাঙ্গনে উপজেলা সিপিবি’র সাধারণ সম্পাদক কমরেড মোহাম্মদ আলীর সভাপতিত্বে ও বাসদের সাধারণ সম্পাদক কমরেড এমদাদুর রহমান চৌধুরী কাওছারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড বজলুর রশিদ ফিরোজ, সিপিবি হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক কমরেড পীযূষ চক্রবর্তী, বাসদের সমন্বয়ক কমরেড এডঃ জুনায়েদ আহমেদ, তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা কমিটির সদস্য সচিব কমরেড নুরুল হুদা চৌধুরী শিবলী, উপজেলা বাসদের আহ্বায়ক কমরেড লোকমান আহমেদ তালুকদার, সিপিবি’র সংগঠক কমরেড ইমদাদুল হোসেন খান, জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি মাহমুদা খাঁ ও ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান পলাশ।