Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

শায়েস্তাগঞ্জের মোজাম্মেল হক নবীগঞ্জে আটক ॥ মুক্তিপণে ছাড়া ॥ থানায় মামলা দায়ের

স্টাফ রিপোটার ॥ শায়েস্তাগঞ্জের মোজাম্মেল হক (৪৫) কে  নবীগঞ্জের তালেব বাহিনীর হাতে অপহরণ। অতঃপর মুক্তি পণের বিনিময়ে মুক্ত হলেন। এ ব্যাপারে নবীগঞ্জ থানায় তালেবসহ ৩ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে মোজাম্মেল।
অভিযোগ সুত্রে জানা যায়, গত ২৮ আগষ্ট সন্ধ্যায় বন্ধুরূপী তালেব উদ্দিন মোজাম্মেল হক ফোনে জমি বিক্রির কথা বলে। এসময় মোজাম্মেল বন্ধুরূপী তালেবের সাথে সাক্ষাৎ করতে নবীগঞ্জ উপজেলার বেগমপুর নামক স্থানে যায়। মোজাম্মেল সেখানে যাওয়ার কিছক্ষুণ পর তালেবের বন্ধ রনু ও বাচ্চু মিয়াসহ আরও ২জন তালেবের সঙ্গে দেখা করে এবং তালেবের নিকট থেকে মোজাম্মেলের পরিচয় জানতে চায়। পরিচয় জেনে রনুু তালেবকে বলে আমার ফিসারি আছে বলে ফিসারি দেখতে নিয়ে যায়। ফিসারিতে যাওয়ার পথে তালেব, রনুু, বাচ্চুসহ আরও কয়েকজন মোজাম্মেলকে অস্ত্রের মুখে জিম্মি করে ১ লাখ টাকা মুক্তি পণ দাবি করে। অন্যথায় প্রাণে হত্যার হুমিক দেয়। পরে রাত ৮টা ৪৫মিনিটে শায়েস্তাগঞ্জের জিতু নামে এক ব্যক্তির নিকট থেক ৪০হাজার টাকা ০১৭৭৮-৯৯২১৩৭ এই মোবাইল নাম্বারে বিকাশ একাউন্টে জমাসহ ৬০ হাজার টাকা মুক্তিপণ পরিশোধ করে। আরও ৪০হাজার টাকা পরিশোধ না করায় অপহরণকারীরা মোজাম্মেল হকের মটর সাইকেল ও ২টি মোবাইল রেখে ছেড়ে দেয়। এ ব্যাপারে নবীগঞ্জ থানায় মোজাম্মেল বাদী হয়ে অপহরণ মামলা দায়ের করেছে। মামলাটি বর্তমানে নবীগঞ্জ থানার এসআই সোহেল রানা তদন্ত চালিয়ে যাচ্ছেন। নবীগঞ্জ থানার ওসি আব্দুল বাতেন অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন।