Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে চাঞ্চল্যকর ৩ হত্যা মামলার ঘটনায় আটক কুতুব জেল হাজতে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে চাঞ্চল্যকর গৃহবধু রোমানা বেগম ও অবুঝ দু’ সন্তানের মৃত্যুর ঘটনায় গ্রেফতারকৃত কুতুব উদ্দিনকে গতকাল শনিবার সকালে বিজ্ঞ আদালতে প্রেরন করেছে হবিগঞ্জের ডিবি পুলিশ। সেই সাথে ধৃত কুতুব উদ্দিনকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের পুলিশ রিমান্ডের আবেদন করবেন বলে জানান মামলার তদন্ত কর্মকর্তা ডিবির এসআই মোঃ ইকবাল বাহার। এদিকে গ্রেফতারকৃত কুতুব উদ্দিনকে নিয়ে এলাকায় ব্যাপক আলোচনার ঝড় বইছে। উপজেলার বড় ভাকৈর (পুর্ব) ইউপির বড় ভাকৈর গ্রামের মৃত নাছির উদ্দিনের ছেলে ধর্ণাঢ্য ও প্রভাবশালী কুতুব উদ্দিন দীর্ঘদিন ধরে এলাকায় ভিলেজ পলিটিক্সির সাথে জড়িত। সাধারণ মানুষ প্রায় সময় তাদের অত্যাচার, নির্যাতনের ভয়ে আতংকের মধ্যে দিনাপাত করে আসছেন। এছাড়াও তার বিরুদ্ধে ডাকাতিসহ একাধিক মামলা মোকদ্দমাও রয়েছে। যা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে। এছাড়া গৃহবধু রোমানা হত্যাকান্ডের মামলায় স্বাক্ষী হওয়ার কারনে একই গ্রামের নিরীহ আজাদ মিয়ার উপর মধ্যযোগীয় কায়দায় হামলা করে তার দু’টি হাত ও দু’টি পা ভেঙ্গে গুড়িয়ে দেয়। ওই মামলায়ও কুতুব উদ্দির দীর্ঘদিন হাজতবাসে ছিল। অপর দিকে আলোচিত গৃহবধু ও দু’ শিশুর মৃত্যুর ঘটনার দিন স্বামীর পরিবার ঘটনাটি আত্মহত্যা দাবী করলেও মৃতের পরিবার তা মানতে নারাজ ছিলেন। তাদের দাবী ছিল দাম্পত্য কলহের জের ধরে তাদের মেয়ে রোমানা বেগমকে শ্বাসরোধ করে হত্যা করে বাড়ির পুকুর পাড়ে জাড়ুল গাছের সাথে ঝুলিয়ে রাখা হয়েছে। সেই সাথে অবুঝ দু’ সন্তানকে হত্যা করে পুকুরের পানিতে ফেলা দেয়া হয়েছিল। ঘটনার খবর পেয়ে তৎকালীন পুলিশ গৃহবধু ও দু’ শিশুর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরন করেন। এ ব্যাপারে মৃত রোমানার চাচা বাদী হয়ে মৃতের স্বামী ফরিদ উদ্দিন ও কুতুব উদ্দিনের ভাই তেরাব উদ্দিনসহ ৬ জনের বিরুদ্ধে নবীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ স্বামীসহ ২ জনকে গ্রেফতার করে আদালতে সোর্পদ করে। এক পর্যায়ে মামলার বাদী বিজ্ঞ আদালতে কতুব উদ্দিন, মতিউর রহমান রাহিয়াসহ ৮ জনের নাম উল্লেখ করে তাদেরকে মামলায় অর্ন্তভুক্তির আবেদন করেন। বিজ্ঞ আদালত আবেদনের প্রেক্ষিতে তদন্ত পুর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য পুলিশকে নির্দেশ প্রদান করেন। বর্তমানে মামলাটি হবিগঞ্জের ডিবি পুলিশ তদন্ত করছে। তদন্তে এবং স্বাক্ষ প্রমানে উক্ত ঘটনার সাথে কুতুব উদ্দিনের সম্পৃক্ততা থাকার বিষয়টি প্রাথমকি ভাবে নিশ্চিত হওয়ায় শুক্রবার বিকালে তদন্ত কর্মকর্তা হবিগঞ্জ শহর থেকে কুতুব উদ্দিনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করেছেন। এদিকে কুতুব উদ্দিন গ্রেফতারের খবরে এলাকায় স্বস্তি ফিরে এসেছে।