Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জ গ্রাম পুলিশ বাহিনীর সম্মেলন ॥ নয়া কমিটি গঠন

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ গ্রাম পুলিশ-কর্মচারী ইউনিয়ন হবিগঞ্জ জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলন উপলক্ষে আইন শৃংখলা বিষয়ে আলোচনা সভা ও কাউন্সিল শেষে জেলা কমিটি ঘোষনা করা হয়েছে। গতকাল ৫ সেপ্টেম্বর শনিবার সকাল ১১টায় হবিগঞ্জ সদর রিচি আদর্শ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন গ্রাম পুলিশ হবিগঞ্জ জেলা শাখার সভাপতি মোঃ আইয়ুব আলী। সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার এর উপ-পরিচালক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আবদুর রউফ। বিশেষ অতিথি ছিলেন ৪নং বানিয়াচং সদর দক্ষিণ-পশ্চিম ইউ.পি চেয়ারম্যান ও হবিগঞ্জ জেলা ইউ.পি চেয়ারম্যান সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, ৫নং গোপায়া ইউ.পি চেয়ারম্যন ও হবিগঞ্জ ইউনিয়ন এডভোকেসী ফোরাম সভাপতি চৌধুরী মিছবাহুল বারী লিটন, হবিগঞ্জ জেলা ইউ.পি সচিব সমিতির সভাপতি মোঃ নুরুল হুদা চৌধুরী, বাংলাদেশ গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির মহাসচিব এম,এ নাসের ও প্রচার সম্পাদক মোঃ সালেহ উদ্দিন। বাংলাদেশ গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়ন হবিগঞ্জ জেলা শাখার সাধারন সম্পাদক ইউসুফ আলী জিতুর পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন গ্রাম পুলিশ কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব শেখ মোঃ ইউনুছ মিয়া, দফাদার আব্দুল খালেক, দফাদার কৃষ্ণলাল দাস, দফাদার সোনাহর আলী, দীলিপ বৈদ্য, দফাদার আহাম্মদ আলী, দফাদার মোঃ ছিদ্দিক আলী প্রমুখ। দ্বিতীয় পর্বে দফাদার মোঃ আব্দুল খালিক এর সভাপতিত্বে কাউন্সিল অধিবেশনে ৭ শতাধিক কাউন্সিলার গ্রাম পুলিশের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে উপদেষ্টা কমিটি ও হবিগঞ্জ জেলা গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়ন কমিটি ঘোষনা করা হয়। বানিয়াচঙ্গ সদর দক্ষিণ পশ্চিম ইউ.পি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিনকে প্রধান উপদেষ্টা করে ৪ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটিতে ইউ.পি চেয়ারম্যান চৌধুরী মিছবাহুল বারী লিটন, ইউ.পি সচিব নুরুল হুদা চৌধুরী ও দফাদার আব্দুল খালেককে উপদেষ্টা করা হয়েছে। গ্রাম পুলিশ হবিগঞ্জ জেলা কমিটির সভাপতি শেখ মোঃ ইউনুছ মিয়া, সাধারন সম্পাদক জাহাঙ্গীর মিয়া, সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, কোষাধ্যক্ষ ইউসুফ আলী জিতুসহ ১৭ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে।