Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

কবি কোকিল দাশ’র ‘জয় বাংলা সাহিত্য পদক ২০১৫’ লাভ

প্রেস বিজ্ঞপ্তি ॥ বিবিয়ানা মডেল ডিগ্রি কলেজ, বোয়ালিয়া বাজার, দিরাই, সুনামগঞ্জের ইংরেজীর সহকারী অধ্যাপক কবি কোকিল দাশ সম্প্রতি ‘জয় বাংলা সাহিত্য পদক ২০১৫’ লাভ করেছেন। গত ০১ সেপ্টেম্বর ঢাকায় পাবলিক লাইব্রেরি মিলনায়তন কাব্যকথা সাহিত্য পরিষদ, ঢাকা কর্র্তৃক বঙ্গবন্ধুর ৪০তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ‘কবিতা ও কবির মেলা’ শীর্ষক অনুষ্ঠানে কবি কোকিল দাশ তাঁর ‘সমুদ্র সফেন’ কাব্যগ্রন্থের পাণ্ডুলিপি বিচারক মন্ডলীর কাছে শ্রেষ্ঠ নির্বাচিত হওয়ায় অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় কবিতা পরিষদ কেন্দ্রীয় সভাপতি মন্ডলীর সদস্য শিশুসাহিত্যিক ও কবি আসলাম সানী তাঁর হাতে এই পদক তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় গীতিকবি পরিষদের সভাপতি কবি এম আর মঞ্জু, কাব্যকথা সাহিত্য পরিষদ’র ভারপ্রাপ্ত সভাপতি কবি সরকার মাহবুব, ড. সৈয়দ রনো, কবি সালেম সুলেরী, আনন ফাউন্ডেশনের চেয়ারম্যান কবি স ম শামসুল আলম, কবি ও সাংবাদিক মিলন সব্যসাচী, কাব্যকথা সাহিত্য পরিষদ’র সাধারণ সম্পাদক কবি জালাল খান ইউসুফী প্রমুখ। বঙ্গবন্ধুকে নিবেদিত কবিতা পাঠ করেন-কবি জাহানারা জানি, কবি রিফাত নিগার শাপলা, কবি পৃথ্বীশ চক্রবর্ত্তী, কবি লিন্ডা আমীন, কবি মালেক মাহমুদ, কবি ফরিদুল মাইয়ান, কবি মোঃ আব্দুল বাছিত, কবি গোপাল রায়সহ শতাধিক কবি।
উল্লেখ্য, কবি কোকিল দাশ একজন সফল শিক্ষাবিদ, সমাজকর্মী, মানবতাবাদী এবং যৌতুক বিরোধী আন্দোলনের একজন সক্রিয় কর্মী হিসেবে এলাকায় সুপরিচিত। তিনি ১৪ মে ১৯৪৯খ্রিস্টাব্দে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার বড় ভাকৈর চৌকি গ্রামে জন্ম গ্রহণ করেন। তাঁর পিতাÑ মৃত দুলাল চাঁদ দাশ ও মাতা- মৃত বাসন্তী দাশ। দুই ভাইয়ের মাঝে তিনি কনিষ্ঠ। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং দুই পুত্র সন্তানের জনক। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয়ের উপর কবিতা লিখে আসছেন। তিনি জাতীয় কবিতা পরিষদ ও কবি সংসদ বাংলাদেশ হবিগঞ্জ জেলা শাখার উপদেষ্টা।