Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মাধবপুরে হেলিকপ্টার চড়ে ব্যাংকারের রাজকীয় বিয়ে

রিফাত উদ্দিন, মাধবপুর থেকে ॥ মাধবপুরে হেলিকপ্টার চড়ে বিয়ে করলেন লন্ডন প্রবাসী ব্যাংকার সৈয়দ মোঃ নাঈম মুকুল। তিনি উপজেলার আদাঐর ইউনিয়নের মৌজপুর গ্রামের মৃত সৈয়দ বিএম লোকমান হোসেনের ছেলে এবং বৃটেন লন্ডন শাখার ব্ল্যাক ব্লাষ্টার ব্যাংকের সিনিয়র ম্যানেজার। শুক্রবার দুপুরে বরবেশে হেলিকপ্টার চড়ে পার্শ্ববর্তী চুনারুঘাট উপজেলার গোবরকলা গ্রামে আব্দুল আউয়াল কটু মিয়ার মেয়ে হাবিবুর নাহার রিমির সঙ্গে বিয়ের পিড়িতে বসেন। হেলিকপ্টার থেকে নেমে রাজকীয় বেশে হাতির উপর চড়ে শ্বশুারালয়ে যান। প্রত্যন্ত অঞ্চলে হেলিকপ্টার চড়ে বিয়ে সংবাদ শুনে কনে ও বরের বাড়ীতের পার্শ্বে মাঠে হাজার হাজার উৎসুক নরনারীর ঢল নামে। দুপুর ১২টায় ঢাকা থেকে আসা হেলিকপ্টারটি বর সৈয়দ মোঃ নাঈম মুকুলের গ্রামের বাড়ী প্রত্যন্ত অঞ্চল মৌজপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অবতরণ করলে আশ-পাশের কয়েকটি গ্রাম থেকে কয়েক হাজার নারী-পুরুষ, শিশু-বৃদ্ধা ভীড় জমায়। বিকেলে বর- কনে নব দম্পতি আবার ফিরে আসার সংবাদ শুনে আবারও উৎসুক জনতার ঢল নামে। উৎসুক জনতাকে সামাল দিতে মাধবপুর থানার এক পাল্টুন পুলিশকে হিমশিম খেতে হয়েছে। মৌজপুর গ্রামের সাবেক এনবিআর কর্মকর্তা সৈয়দ এবিএম লোকমান হোসেনের ছেলে লন্ডন প্রবাসী ব্যাংকার সৈয়দ মোঃ নাঈম মুকুল বিয়েকে স্বরণীয় করে রাখতে এ আয়োজন।