Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বিথঙ্গল আখড়ায় মতবিনিময় সভায়-পুলিশ সুপার ॥ আখড়ার আইন শৃংখলার উন্নয়নে সকল প্রকার সহযোগিতা দেয়া হবে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচঙ্গের ঐতিহ্যবাহী বিথঙ্গল বড় আখড়ায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভায় কার্যকরি কমিটির সভাপতি শ্রী সুকুমার দাশ মোহন্ত’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ইসলাম, এএসপি সাজেদুর রহমান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এডঃ অহিন্দ্র দত্ত চৌধুরী, এডঃ স্বরাজ বিশ্বাস ও আখড়া পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক শংকর পাল। মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র বলেন, আখড়া আইন শৃংখলার উন্নয়নের উন্নয়নে সকল প্রকার সহযোগিতা করা হবে। তিনি বলেন, প্রত্যেক লোক যদি সঠিক ভাবে নিজ নিজ ধর্মের আর্দশ অনুস্মরণ করে ধর্ম পালন করে তাহলে সমাজে হিংসা বিদ্বেশ হানাহানি থাকবে না। তিনি ঐতিহ্যবাহী বিথঙ্গল বড় আখড়ার সুরক্ষার জন্য সকল প্রকার সহযোগীতার আশ্বাস দেন। এর পূর্বে আখড়ার কার্যকরি কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায়  বক্তব্য রাখেন এডঃ হিরেন্দ্র দত্ত, জগদীশ চন্দ্র মোদক, এডঃ মনমোহন দেবনাথ, নিখিল বণিক, মিন্টু রায়, রবীন্দ্র বৈষ্ণব, উপেন্দ্র অধিকারী, প্রফুল্ল বৈষ্ণব্য, অমল রায়, নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু প্রমুখ। সভায় বক্তরা আখড়া’র উন্নয়নে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।