Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

চুনারুঘাটে যৌতুকের জন্য প্রবাসী স্বামীর নির্যাতনে গৃহবধু হাসপাতালে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার মিরাশী ইউনিয়নের বড়াব্দা কোনাগাঁও গ্রামের ডুবাই প্রবাসীর স্ত্রী দুই সন্তানের জননী গৃহবধু পারভিন আক্তার (২৫)কে যৌতুকের জন্য বেদড়ক মারপিটি করে। এ সময় গৃহবধুর গলায় গামছা দিয়ে পেছিয়ে হত্যার চেষ্টা করে বলে জানান আহত স্ত্রী।
জানা যায়, গত বুধবার রাত ৮টার দিকে এ ঘটনাটি ঘটে ডুবাই প্রবাসী স্বামী কামালের নিজ বাড়িতে। আহত পারভিন আক্তারের আত্মচিৎকার শুনে আশপাশের লোকজনরা এগিয়ে এসে স্বামীর কবল থেকে হাত পা বাঁধা অবস্থায় উদ্ধার করে। পরে স্থানীয়রা তাকে চুনারুঘাট হাসপাতালে আহত অবস্থায় ভর্তি করে। এলাকাবাসী সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত স্ত্রী পারভিন আক্তারকে তার স্বামী কামাল মিয়া ২য় বিবাহ করার অনুমতি চাচ্ছিল। সে ২য় বিয়ের অনুমতি না দেয়ায় যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতন করে আসছে। সে তার স্বামীকে যৌতুকের টাকা দিতে অপারগতা প্রকাশ করলে ও ২য় বিবাহের অনুমতি না দেয়াতে তার স্বামী বাড়িতে এসে স্ত্রীর সাথে এক পর্যায়ে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে পাষন্ড স্বামী কামাল মিয়া উত্তেজিত হয়ে তার তাকে ঘরের ভিতরে হাত পা বেঁধে অমানুষিক নির্যাতন করে ও গামছা দিয়ে পারভিন আক্তারের গলায় পেছিয়ে হত্যার চেষ্টা করে। হাসপাতালে সাংবাদিকদের তার স্বামীর নির্যাতনের কথা জানান। আহত পারভিন আক্তার সুবিচার পাওয়ার জন্য প্রশাসনের প্রতি জোর দাবী জানান।