Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মাধবপুরে সোনাই নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন ৫০ হাজার টাকা জরিমানা

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে সোনাই নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলনের অপরাধে ফয়েজ মিয়া (৪০) নামে এক বালু ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ রাসেদুল ইসলাম বৃহস্পতিবার দুপুরে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। ফয়েজ মিয়া উপজেলার পশ্চিম মাধবপুর গ্রামের বাসিন্দা।
জনা যায়, একটি প্রভাবশালী সিন্ডিকেট দীর্ঘ দিন যাবৎ উপজেলার সোনাই নদীর চৌমুহনী, মঙ্গলপুর, আলাবক্সপুর, রামপুর, হরিশ্যামা, কুটানিয়া, দীঘিরপাড়, কালাছড়া, ডরাছড়া, আখালিয়া ছড়া সহ বিভিন্ন বালু মহাল থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন করে আসছে। এতে করে সরকার লক্ষ লক্ষ টাকার রাজস্ব বঞ্চিত হচ্ছে এবং ভারি যানবাহনে করে বালু পাচারের ফলে রাস্তা-ঘাট ব্রীজ কালভার্ট ভেঙ্গে যান চলাচল অনুপযোগী হয়ে পরেছে। এ পাচার কারিদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়ায় সরকারের ভাবমূর্তিতেও বিপর্জয় দেখা দিয়েছে।