Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মানচেস্টারে সংবর্ধনা অনুষ্ঠানে এমপি আবু জাহির ॥ প্রবাসীদের শিল্প কারখানা স্থাপনে দেশে বিনিয়োগ করার আহ্বান

গাউছুল ইমাম চৌধুরী সুজন, মানচেস্টার থেকে ॥ ইংল্যান্ড সফররত হবিগঞ্জ-লাখাই আসনের সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির ও নবীগঞ্জ-বাহুবল আসনের সংসদ সদস্য এম এ মুনিম চৌধুরী বাবুকে সংবর্ধনা দিয়েছে ইংল্যান্ডস্থ গ্রেটার মানচেস্টার বাংলাদেশ এসোসিয়েশন (জিএমবিএ)।
জিএমবিএ সভাপতি আব্দুল নাসের ওয়াহাবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দেওয়ান নাজিমুজ্জামান কোরেশী ও ডেপুটি সেন্টারেটারী গউসুল ইমাম চৌধুরী সুজনের যৌথ পিরচালনায় অনুস্টানে বিশেষ অতিথি ছিলেন মানচেস্টার এসিস্টেন হাই কমিশনার ফেরদৌসী শাহরিয়ার। এতে বক্তব্য রাখেন জিএমবিএ এর সাবেক সভাপতি মঈনুল আমিন বুলবুল, মানচেস্টার শাহজালাল মসজিদের চেয়ারম্যান সোহরাবুর রহমান, শাহপরান মসজিদের ট্রাস্টি আবুল কাশেম, শামছুদ্দিন আহমেদ এমবিই, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক জনতার এক্সপ্রেস সম্পাদক মোঃ ফজলুর রহমান, গোলাম মোস্তফা চৌধুরী এমবিই, মানচেস্টার আওয়ামীলীগ সভাপতি মীর গোলাম মোস্তফা, এডিনবরা আওয়ামীলীগ নেতা মহসিন চৌধুরী, মানচেস্টার যুবলীগ সভাপতি শামছু মিয়া, সহসভাপতি মিছবাহ উদ্দিন, ওয়েছ আহমেদ প্রমুখ।
সভায় এমপি আবু জাহির বলেন, হবিগঞ্জ আজ অবহেলিত নয়। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ সহ সর্বক্ষেত্রে উন্নয়ন হয়েছে। ৬০ কোটি টাকা ব্যয়ে ২৫০ শয্যা হাসপাতালের ৬তলা ভবন নির্মাণ কাজ শেষ পর্যায়ে। তিনি বলেন, আগে উন্নয়নের স্বপ্ন দেখিয়েছি আর এখন উন্নয়ন করছি। এতে আমি আনন্দিত। তিনি বলেন হবিগঞ্জ শান্তির জেলা। এখানে কোন রাজনৈতিক হানাহানি নেই। হবিগঞ্জ মেডিকেল কলেজে চলতি সেশন থেকেই ছাত্র ভর্তি কার্যক্রম শুরু হবে। তিনি প্রবাসীদের শিল্প কারখানা স্থাপনে দেশে বিনিয়োগ করার আহ্বান জানান । তিনি বলেন বাংলাদেশ এগিয়ে যাচ্ছে । হবিগঞ্জ আরো এগিয়ে যাচ্ছে। হবিগঞ্জে একটি হাউজিং ও শিশু পার্ক নির্মাণ পরিকল্পনা হাতে নেয়া হয়েছে। তিনি বলেন একজন দেশ প্রেমিক হিসেবে কাজ করছি। এ জন্য নিজেকে ধন্য মনে করছি। তিনি উন্নয়ন কার্যক্রম পরিচালনায় সকলের সহযোগিতা কামনা করেন।
এম এ মুনিম চৌধুরী বাবু এমপি বলেন, নবীগঞ্জ-বাহুবল এখন আর অবহেলিত নয়। ইতিমধ্যে অনেক রাস্তা ব্রীজ কালভার্ট নির্মাণ করেছি। তিনি বলেন আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর সোনার বাংলা গঠনে কাজ করে যাচ্ছি। আমরা চাই উন্নত বাংলাদেশ গড়তে।