Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে স্ত্রীকে পুড়িয়ে হত্যা চেষ্টার অভিযোগে আটক স্বামীর পুলিশের কাছে দেয়া স্বীকারোক্তি ॥ পরকিয়ায় লিপ্ত থাকায় আগুন দিয়ে হত্যার চেষ্টা করি-নানু

এম এ বাছিত/এম এ আই সজিব ॥ নবীগঞ্জে শ্বশুরালয়ে গিয়ে ঘুমন্ত স্ত্রীকে পেট্রোল ঢেলে দেয়ার ঘটনায় অভিযুক্ত স্বামী নানু মিয়া পুলিশের কাছে ঘটনার স্বীকারোক্তি দিয়েছে।
গতকাল দুপুরে পুুলিশ সুপার কার্যালয়ে সাংবাদিকদের সামনে হাজির করা হলে সে স্ত্রীর বিরোদ্ধে পরকিয়ায় লিপ্ত থাকার অভিযোগ করে। সোমবার সন্ধ্যায় উপজেলার শেরপুর থেকে ওসি (তদন্ত) গৌর চন্দ্র মজুমদার অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন। সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র ঘটনার বিস্তারিত বিবরণ দেন। এ সময় নবীগঞ্জ থানার ওসি আবদুল বাতেন খাঁন উপস্থিত ছিলেন। সাংবাদিকদের সামনে অভিযুক্ত নানু মিয়া স্ত্রীকে পেট্রোল ঢেলে অগ্নিদগ্ধের সত্যতা শিকার করেন। শনিবার একই ঘটনায় দায়েরকৃত মামলায় শ্বাশুড়ী মায়া বেগম (৪৮) কে গ্রেপ্তার করা হয়। আলোচিত ঘটনা তদারকি করছেন, সংসদ সদস্য এডঃ আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী। নৃশংস ঘটনায় পাষন্ড স্বামী নানু মিয়াসহ ৩ জনের বিরুদ্ধে নবীগঞ্জ থানায় মামলা হয়েছে। গৃহবধুর পিতা হাজী আবদুর রহিম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। অগ্নিদগ্ধ গৃহবধু ঢাকা মেডিকেল বার্ণ ইউনিটে চিকিৎসাধীন রয়েছে।
পুলিশ সূত্র জানায়, গত ২৭ আগস্ট দিবাগত রাত ৪টায় উপজেলার ছিটফরিদপুর গ্রামে পিত্রালয়ে থাকা স্ত্রী রুমানা বেগমের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় তার স্বামী নানু মিয়া। তাৎক্ষণিক তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে অবস্থার অবনতি ঘটলে ২৮ আগস্ট রাতে ঢাকা মেডিকেল কলেজের বার্ণ ইউনিটে প্রেরণ করা হয়। পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র বলেন, রুমানার শরীরের ভাগ পুড়ে গেছে।
এ ব্যাপারে ২৮ আগস্ট রুমানার পিতা হাজী আব্দুর রহিম মামলা করেন। সোমবার রাতে পুলিশ মহাসড়কের শেরপুর এলাকা থেকে নানু মিয়াকে গ্রেফতার করে। নানু মিয়া পুলিশের কাছে ঘটনার দায় স্বীকার করে বিস্তারিত বিবরণ দিয়েছে। অভিযুক্ত নানু মিয়া সাংবাদিকদের জানায়, স্ত্রী রোমানা স্বামী-সন্তানের খেয়াল না রেখে পরকীয়ায় আসক্ত হয়ে পড়ায় ক্ষোভে সে এই ঘটনা ঘটিয়েছে। উল্লেখ্য, উপজেলার দেবপাড়া ইউনিয়নের ছিট ফরিদপুর গ্রামের আব্দুর রহিমের কন্যা রোমানা বেগম (২৩) যৌতুকের দাবিতে নির্যাতিত হয়ে পিত্রালয়ে চলে আসে। এর পরও পাষন্ড স্বামীর কবল থেকে নিজেকে বাঁচাতে পারেনি। বুধবার রাতে শ্বশুরালয়ে গৃহবধু রোমানাকে স্বামী নানু মিয়া শরীরে পেট্রোল ঢেলে আগুন দিয়ে পালিয়ে যায়। তার স্বামীর বাড়ি বালাগঞ্জ উপজেলার কালনীচর গ্রামে। ওই গ্রামের ছালিক মিয়ার পুত্র নানু মিয়া দু’বছর আগে ভালবেসে রোমানাকে বিয়ে করে। এর পর থেকেই গৃহবধু রোমানাকে যৌতুকের দাবিতে মারপিট করত। সোমবার সন্ধ্যায় থানার ওসি (তদন্ত) গৌর চন্দ্র মজুমদারের নেতৃত্বে অভিযান চালিয়ে মহাসড়কের শেরপুর থেকে পাষন্ড নানু মিয়াকে গ্রেপ্তার করে।